বোরখা না খোলায় ৫ মহিলাকে মেট্রোয় উঠতে বাধা

  • বোরখা না খোলায় মেট্রোয় উঠতে বাধা
  • ঘটনাটি ঘটেছে লখনউ-য়ে
  • তাঁদের টিকিটের মূল্যও ফিরিয়ে দেওয়া হয়

শ্রীলঙ্কায় জঙ্গি হামলার পর সেদেশে বোরখা পরা নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল শ্রীলঙ্কা সরকার। এরপর থেকেই বোরখা পরা নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয় বেশকিছু জায়গায়। আর এবার বোরখা না খোলার জন্য মেট্রোতে উঠতে বাধা দিল লখনউ মেট্রোরেল কর্পোরেশন। 

ঘটনাটি ঘটেছে লখনউ-য়ের মাইওয়াইয়া স্টেশনে। এদিন পাঁচজন বোরখা পরা মহিলা মেট্রোয় উঠতে গেলে তাঁদের বোরখা খুলতে বলা হয়। কিন্তু তাঁরা বোরখা খুলতে অস্বীকার করেন, এবং বলেন কর্তৃপক্ষ চাইলে তাঁদের তল্লাশি করেও দেখতে পারেন। কিন্তু কোনও অবস্থাতে বোরখা তাঁরা খুলবেন না। এবং ঘটনার সময়ে কোনও মহিলা নিরাপত্তারক্ষী ছিল না। দুপক্ষের জোরাজুরিতে কোনও কাজ না হওয়ায় অবশেষে ওই পাঁচ মহিলাকে মেট্রোতে উঠতে বাধা দেয় মেট্রোরেল কর্তৃপক্ষ।  এমনকী তাঁদের টিকিটের মূল্যও ফিরিয়ে দেওয়া হয়। 

Latest Videos

আরও পড়ুন- অসুস্থ মা-কে দু'মুঠো খাওয়াতে ভিক্ষা করছে একরত্তি মেয়ে

পরিবারের প্রধান মাজ আহমেদ তাঁদের কাছ থেকে এই ঘটনা শুনে লখনউ মেট্রো রেল কর্পোরেশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।  লখনউ মেট্রোর জনসংযোগ আধিকারিক পুষ্পা বেলানির তরফে জানানো হয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে ওইদিন ঠিক কি ঘটনা ঘটেছিল তা খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। 

Share this article
click me!

Latest Videos

'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya