উপনির্বাচনে বেহাল দশা! খারাপ হচ্ছে একের পর এক ইভিএম মেশিন, রেগে আগুন সাধারণ মানুষ
১০ জুলাই চার বিধানসভা কেন্দ্র মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জের ভোটগ্রহণ চলছে। প্রায় ৭০ হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কিন্তু উপনির্বাচনেও একই হাল। একের পর এক বুথে ইভিএমের সমস্যা দেখা গিয়েছে।
বেশিরভাগ বুথেই ইভিএম খারাপ হওয়ার কারণে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। নদিয়া দক্ষিণের হবিবপুর বিন পাড়া প্রাথমিক বিদ্যালয়ের একটি বুথে ইভিএম খারাপ থাকায় লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভোটারদের।
একই ঘটনা ঘটেছে মানিকতলা কেন্দ্রের ঘরবিবি লেনের বার্বিল্যান্ড স্কুলের বুথেও। এখানেও ইভিএম লক হয়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। মানিকতলা বিধানসভা কেন্দ্রের ২৭০ নম্বর বুথেও খারাপ হয়ে যায় ইভিএম। পরের পর ভোট কেন্দ্রে ইভিএম মেশিন খারাপ হয়ে যাওয়া অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন সাধারণ মানুষ।