হাত ধরে ছুটন্ত ট্রেনের সামনে শুয়ে পড়লেন বাবা-ছেলে! মুহূর্তের মধ্যে ছিন্নভিন্ন শরীর, ভয়ঙ্কর ঘটনায় তাজ্জব দেশ

Published : Jul 10, 2024, 10:11 AM IST
Indian Railways will reduce fares

সংক্ষিপ্ত

হাত ধরে ছুটন্ত ট্রেনের সামনে শুয়ে পড়লেন বাবা-ছেলে! মুহূর্তের মধ্যে ছিন্নভিন্ন শরীর, ভয়ঙ্কর ঘটনায় তাজ্জব দেশ

হাতে হাত রেখে শুয়ে পড়লেন ট্রেনের সামনে! মর্মান্তিক ঘটনা ঘটল মহারাষ্ট্রে। হাতে হাত ধরে আত্মহত্যার পথ বেছে নিলেন বাবা ও ছেলে।

চলন্ত ট্রেনের সামনে শুয়ে পড়লেন দু' জনে।  সেকেন্ডের মধ্যে ছিন্নভিন্ন হয়ে গেল দেহ। কিন্তু কেমন এমন পরিণতি বেছে নিলেন পুত্র-সন্তান?

ঘটনাটি ঘটেছে মুম্বই থেকে ৩২ কিমি দূরে ভয়ন্ডর রেল স্টেশনে। একে অপরের সঙ্গে কথা বলতে বলতে স্টেশনের প্ল্যাটফর্মে হাঁটছিলেন। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে গিয়ে রেল লাইনে হঠাৎই নেমে পড়েন তাঁরা। ছুটে আসছিল একটি ট্রেন। তারপরে রেললাইনে নেমে একে অপরের হাত ধরে শুয়ে পড়েন তাঁরা। এরপরেই তাঁদের শরীর ছিন্নভিন্ন করে দেয় ছুটে আসা ট্রেন।

সোমবার সকালে সাড়ে ১০ টা নাগাদ এমনই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থেকে গেল ভয়ন্ডর রেল স্টেশন। জানা গিয়েছে, নিহত দুই ব্যক্তির নাম জয় মেহতা (৩৫) ও হরিশ মেহতা (৬০)। নিহত দুই ব্যক্তিই নালাসোপারার বাসিন্দা।

এখনও পর্যন্ত তাঁদের আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। তবে আর্থিক অনটনের কারণেই এমন ভয়ঙ্কর পথ বেছে নিয়েছে ওই পিতা-পুত্র বলে মনে করছে পুলিশ। ঘটনার তদন্ত করছে পুলিশ। 

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo