Byelection Results 2024: উপনির্বাচনে গেরুয়া ঝড় অব্যহত, পশ্চিমবঙ্গে ১০০% জয় তৃণমূলের, প্রথম জয় প্রিয়াঙ্কার

Published : Nov 23, 2024, 07:30 PM IST
bjp flag

সংক্ষিপ্ত

মহারাষ্ট্রের মত উপনির্বাচনে গেরুয়া ঝড় অব্যহত। পশ্চিমবঙ্গে ৬টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। মুখ রক্ষা করলেন প্রিয়াঙ্কা গান্ধী। 

১৪টি রাজ্যের ৪৬টি বিধানসভা ও দুটি লোকসভা আনসে উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। একাধিক রাজ্যে গেরুয়া ঝড় অব্যাহত। দাদার ছেড়ে যাওয়া আসন ওয়াইনাড়ে জয়ী হয়েছেন প্রিয়াঙ্ক গান্ধী। ভারতের নির্বাচন কমিশন প্রত্যেকটি আসনের ফলাফল ঘোষণা করেছে। এক নজরে দেখে নিন উপনির্বাচনের ফলাফলঃ

লোকসভা-

কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া ওয়েনাড় আসন থেকে জয়ী হয়েছে। তিনি স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন। এটাই প্রিয়াঙ্কা গান্ধীর জীবনে প্রথম নির্বাচন। প্রথম নির্বাচনে তাঁর জয়কে তিনি উৎসর্গ করেছেন নিজের নির্বাচনী এলাকার স্থানীয় বাসিন্দাদের।

 

এক নজরে বিভিন্ন রাজ্যের নির্বাচনী ফলাফল-

অসম উপনির্বাচন

ধোলাই - নীহার রঞ্জন দাস (বিজেপি)

সিডলি- নির্মল কুমার ব্রহ্মা (ইউপিপিএল)

বনগাঁও- দীপ্তিময়ী চৌধুরী (এজিপি)

বেহাল- দিগন্ত ঘাটোয়াল (বিজেপি)

সামাগুড়ি - ডিপলু রঞ্জন সরমাহ (বিজেপি)

বিহার উপনির্বাচনঃ

তারারি- বিশাল প্রশান্ত (বিজেপি)

রামগড়- অশোক কুমার সিং (বিজেপি)

ইমামগঞ্জ- দীপা কুমারী (HAM(S))

বেলগঞ্জ- মনোরমা দেবী (জেডি(ইউ))

ছত্তিশগড় উপনির্বাচন নির্বাচনের ফলাফলঃ

রায়পুর সিটি দক্ষিণ - সুনীল কুমার সোনি (বিজেপি)

গুজরাত উপনির্বাচনঃ

ভাভ - ঠাকুর স্বরূপজি সর্দারজি (বিজেপি)

কর্ণাটক উনির্বাচন

শিগগাঁও - ইয়াসির আহমেদ খান পাঠান (কংগ্রেস)

সান্দুর-ই অন্নপূর্ণা (কংগ্রেস)

চন্নাপাটনা- সি পি যোগেশ্বরা (কংগ্রেস)

মধ্যপ্রদেশ উপনির্বাচনঃ

বিজয়পুর- মুকেশ মালহোত্রা (কংগ্রেস)

বুধনি - রমাকান্ত ভার্গব (বিজেপি)

মেঘালয় উপনির্বাচন

গাম্বেগ্রে- মেহতাব চান্দি আগীতোক সাংমা (এনপিপি)

মহারাষ্ট্রের লোকসভা উপনির্বাচন

নান্দেদ- ডাঃ সান্তুকরাও মারোতরাও হাম্বার্ডে (বিজেপি)

পঞ্জাব উপনির্বাচন

গিদ্দারবাহা- হরদীপ সিং ডিম্পি ধিলোন (এএপি)

ডেরা বাবা নানক- গুরদীপ সিং রাধাওয়া (এএপি)

চাব্বেওয়াল (SC)- ডাঃ ইশাঙ্ক কুমার (এএপি)

বার্নালা- কুলদীপ সিং ধিলোন কালা ধিলোন (কংগ্রেস)

রাজস্থান উপনির্বাচন

ঝুনঝুনু- রাজেন্দ্র ভাম্বু (বিজেপি)

রামগড়- সুখবন্ত সিং (বিজেপি)

দৌসা- দীনদয়াল (বিজেপি)

দেওলি-উনিয়ারা- রাজেন্দ্র গুর্জার (বিজেপি)

খিনভসার- রেওয়ান্ত রাম ডাঙ্গা (বিজেপি)

সালম্বর- শান্ত অমৃত লাল মীনা (বিজেপি)

চোরাসি- অনিল কুমার কাটারা (বিএপি)

সিকিম উপনির্বাচনঃ

সোরেং-চাখুং - আদিত্য গোলে (তামাং) (SKM)

নামচি-সিঙ্গিথাং - সতীশ চন্দ্র রায় (SKM)

উত্তর প্রদেশ উপনির্বাচনঃ

কাতেহারি- ধর্মরাজ নিষাদ (বিজেপি)

করহাল- তেজ প্রতাপ সিং (এসপি)

কুন্দরকি- রামবীর সিং (বিজেপি)

মীরাপুর- মিথলেশ পাল (আরএলডি)

গাজিয়াবাদ- সঞ্জীব শর্মা (বিজেপি)

মাঝাওয়ান- সুচিস্মিতা মৌর্য (বিজেপি)

সিশামাউ- নাসিম সোলাঙ্কি (এসপি)

খায়ের- সুরেন্দর দিলের (বিজেপি)

ফুলপুর- দীপক প্যাটেল (বিজেপি)

উত্তরাখণ্ড উপনির্বাচনঃ

কেদারনাথ- আশা নটিয়াল (বিজেপি)

পশ্চিমবঙ্গ উুপনির্বাচনঃ

সিতাই- সঙ্গীতা রায় (তৃণমূল কংগ্রেস)

মাদারিহাট - জয়প্রকাশ টপ্পো (তৃণমূল কংগ্রেস)

নৈহাটি - সনৎ দে (তৃণমূল কংগ্রেস)

হারোড়া- একসে রবিউল ইসলাম (তৃণমূল কংগ্রেস)

মেদিনীপুর - সুজয় হাজরা (তৃণমূল কংগ্রেস)

তলডাংরা- ফল্গুনী সিংহবাবু (তৃণমূল কংগ্রেস)

 

PREV
click me!

Recommended Stories

Indigo Flights: যাত্রীদের ৬১০ কোটি টাকা ফেরত দিল ইন্ডিগো! কড়া নজর রাখছে কেন্দ্র
জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তারক্ষীদের, ডোডা জেলায় সন্ধান অস্ত্রভাণ্ডারের