ওয়েনাডে প্রিয়াঙ্কা গান্ধীর বড় জয়! বিপুল সংখ্যক ভোট পেয়ে ধন্যবাদ জানালেন ভোটারদের

Published : Nov 23, 2024, 04:35 PM IST
ওয়েনাডে প্রিয়াঙ্কা গান্ধীর বড় জয়! বিপুল সংখ্যক ভোট পেয়ে ধন্যবাদ জানালেন ভোটারদের

সংক্ষিপ্ত

রেকর্ড ভোটে জয়ের পর ওয়ানাডের ভোটারদের ধন্যবাদ জানালেন প্রিয়াঙ্কা গান্ধী। 

ওয়েনাড লোকসভা উপনির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটে জয়লাভের পর ওয়েনাডের ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর উপর আস্থা এবং ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এই জয় প্রত্যেক ভোটারের জয় বলেও উল্লেখ করেছেন তিনি। ওয়েনাডের ‘প্রিয় ভাইবোনরা’ বলে সম্বোধন করে শুরু হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীর সেই পোস্ট। 

তিনি লিখেছেন, “আপনারা প্রত্যেকে আমার উপর যে আস্থা রেখেছেন, সেইজন্য আমি অত্যন্ত আনন্দিত। আগামী দিনগুলিতে এই জয় আপনাদের প্রত্যেকের বলে আমি প্রমাণ করব। আপনাদের স্বপ্ন ও সংগ্রাম বোঝেন, এমন একজনকেই আপনারা বেছে নিয়েছেন। সেটাও নিশ্চিত করব।" সংসদে ওয়েনাডের কণ্ঠস্বর হবেন বলেও প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন। আন্তরিক সমর্থন এবং ভালোবাসার জন্য ধন্যবাদ জানাতেও ভোলেননি।

সেইসঙ্গে, প্রচার অভিযানে ১২ ঘণ্টারও বেশি সময় ধরে অক্লান্ত পরিশ্রম করা ইউডিএফ কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি। তিনি বলছেন, সবার উপর যোদ্ধা হিসেবে ভাই রাহুলও পাশে ছিলেন। তাঁর কথায়, “সবসময় রাহুলের সমর্থন আমাকে শক্তি যুগিয়েছে।" এই কথাও লিখেছেন প্রিয়াঙ্কা গান্ধী।

এদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর জয় নিশ্চিত হতেই কাল্পেট্টায় একটি বিজয় মিছিল বের হয়। জয়ের পর মল্লিকার্জুন খাড়গের বাসভবনে পৌঁছে যান প্রিয়াঙ্কা গান্ধী। দিল্লীতে প্রিয়াঙ্কার বাসভবনের সামনে মিষ্টি বিতরণও শুরু করে দেন কংগ্রেস কর্মীরা। সবাই মেতে ওঠেন আনন্দে। প্রিয়াঙ্কা শীঘ্রই ওয়েনাড যাবেন বলে জানিয়েছেন কে সি বেণুগোপাল। সংসদে ইন্ডিয়া জোটের শক্তিশালী কণ্ঠস্বর হতে চলেছেন প্রিয়াঙ্কা। রাহুল নিজেও ওয়েনাডের মানুষের প্রতি ভালোবাসা রাখবেন বলেও স্পষ্ট করে দিয়েছেন।

 

 

ওয়ানাড়ের প্রিয়ঙ্কা, ৪ লক্ষের বেশি ভোটে রেকর্ড জয়, প্রথম লড়াইয়ে জয়ী প্রিয়ঙ্কা

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Bhairav ​​Battalion: রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে ভৈরব ব্যাটালিয়ন
News Round Up: SIR নিয়ে অমর্ত্য সেনের মন্তব্য থেকে শুরু করে মহিলা ফুটবল প্রতিযোগিতা, সারাদিনের খবর এক ক্লিকে