দূষণে শ্বাসকষ্ট বাড়ছে দিল্লির, যাবতীয় নির্মাণকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত প্রশাসনের

Published : Dec 04, 2022, 09:17 PM IST
air pollution

সংক্ষিপ্ত

দূষণের ভয়াবহতা কমাতে দিল্লি এবং তার আশপাশের অঞ্চলে অপ্রয়োজনীয় নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিল বাতাসের মান নির্ণায়ক কেন্দ্রীয় কমিশন (সিএকিউএম)।রবিবার তাদের তরফ থেকে জারি হল নতুন নির্দেশিকা

রাজধানীতে দূষণের মাত্রা যেহারে বাড়ছে তা সামলাতে এখন রীতিমতো হিমশিম খেতে হচ্ছে রাজধানীর প্রশাসকমন্ডলীকে। বিগত বেশ কিছুদিন আগে দিল্লির বায়ুদূষণের মাত্রা নিয়ন্ত্রণে সরকার থেকে জারি করা হয়েছিল বেশ কয়েকটি কড়া বিধিনিষেধ। তাতে দূষণের মাত্রা খানিক কমলেও , পরে ফের তা পারদ ছাড়ায়। এবার দূষণের এই ভয়াবহতা কমাতে দিল্লি এবং তার আশপাশের অঞ্চলে অপ্রয়োজনীয় নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিল বাতাসের মান নির্ণায়ক কেন্দ্রীয় কমিশন (সিএকিউএম)।রবিবার তাদের তরফ থেকে নতুন এক নির্দেশিকা জারি হয় যাতে বলা হয় যে নির্মাণকাজের পাশাপাশি ভাঙাভাঙির কাজও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে হবে সংস্থা কর্তৃক পরবর্তী নির্দেশ না আশা পর্যন্ত।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, রবিবার বিকেল ৪টে পর্যন্ত দিল্লির বাতাসে গুণমানের সূচক (এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা একিইআই) দাঁড়িয়েছে ৪০৭-এ। যা বায়ুদূষণের মাত্রার নিরিখে ‘ভয়াবহ’। প্রসঙ্গত, এই সূচক ২০১ থেকে ৩০০-র মধ্যে থাকলে তা ‘খারাপ’ বলে ধরা হয়। ৩০১-৪০০ মধ্যে সূচকের অবস্থান হলে তা ‘অতি খারাপ’ বলে গণ্য হবে। অন্য দিকে, ৪০০ থেকে ৫০০-র মধ্যে সূচক থাকলে তা ‘ভয়াবহ’ বলে তকমা পায়। এই সূচক অনুযায়ী, টানা ৫ দিন ধরেই দিল্লিতে বায়ুদূষণের মাত্রা ‘অতি খারাপ’ পর্যায়ে পৌঁছেছে। তবে রবিবার তা বেড়ে ‘ভয়াবহ’ আকার নিয়েছে।

সিএকিউএম জানিয়েছে, গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (জিআরএপি)-র তৃতীয় পর্যায়ের আওতায় দিল্লি-সহ জাতীয় রাজধানী অঞ্চল (এনসিআর)-এ সমস্ত অপ্রয়োজনীয় নির্মাণ এবং ভাঙার কাজ বন্ধ রাখতে হবে। নভেম্বরেও এই নির্দেশ দিয়েছিল সিএকিউএম। তবে গত ৫ দিনে দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় নতুন করে এই নির্দেশ জারি করল তারা।

 

PREV
click me!

Recommended Stories

দশ হাজার নয়, এক লাখ দিলেও মুসলিমরা আমাকে ভোট দেবে না: অসমের মুখ্যমন্ত্রী
বুলেট ট্রেন প্রকল্পের জন্য NH-64 ও রেললাইনের উপর স্টিল ব্রিজ চালু, জানুন কীভাবে তৈরি হয়েছে এটি