ঘুষের বিনিময় প্রশ্ন মামলায় স্বস্তিতে মহুয়া মহুয়া মৈত্র, লোকপালের নির্দেশ খারিজ দিল্লি হাইকোর্টের

Published : Dec 19, 2025, 01:17 PM IST

সংসদে 'ঘুষের বিনিময় প্রশ্ন'-কাণ্ডে বড় স্বস্তি মহুয়া মৈত্রের। লোকপালের সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন মহুয়া মৈত্র। তবে দিল্লি হাইকোর্ট লোকপালের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে।

PREV
15
স্বস্তিতে মহুয়া মৈত্র

সংসদে 'ঘুষের বিনিময় প্রশ্ন'-কাণ্ডে বড় স্বস্তি মহুয়া মৈত্রের। লোকপালের সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন মহুয়া মৈত্র। তবে দিল্লি হাইকোর্ট লোকপালের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে। বিষয়টি নতুন করে খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে।

25
লোকপালের নির্দেশ

'ঘুষের বিনিময় প্রশ্ন'-কাণ্ডে লোকপাল মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআইকে মাত্র ৪ সপ্চাহের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছিল। লোকপালের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সাংসদ। তাতেই স্বস্তি পেলেন তিনি।

35
দিল্লি হাইকোর্টের নির্দেশ

শুক্রবার দিল্লি হাইকোর্টের বিচারপতি অনিল ক্ষেত্রপাল ও বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের বেঞ্চ বলেছে, লোকপালের নির্দেশ দেওয়ার ক্ষেত্রে কিছু ভ্রান্তি ছিল। তাই বিষয়টি পুনর্বিবেচনা করে দেখার এক সপ্তাহের মধ্যে লোকপালকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। সংসদের 'ঘুষের বিনিময় প্রশ্ন'-কাণ্ডে মহুয়ার বিরুদ্ধে আগেই লোকপালের নির্দেশ দিয়েছিল লোকপাল।

45
মহুয়ার আর্জি

এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া। আদালতে লোকপালের নির্দেশ বাতিলের আবেদন জানিয়েছিলেন তিনি। একই সঙ্গে নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশও চান। মহুয়ার আর্জি ছিল, যত দিন বিষয়টি দিল্লি হাই কোর্টে বিচারাধীন, তত দিন যেন সিবিআই তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ না-করে, তা নিশ্চিত করা হোক।

55
দিল্লি হাইকোর্ট

গত ২১ নভেম্বর মহুয়ার আর্জি সত্ত্বেও লোকপালের নির্দেশে কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি দিল্লি হাই কোর্ট। ওই দিন রায়দান স্থগিত রাখা হয়। শুক্রবার অবশ্য লোকপালের চার্জশিট সংক্রান্ত নির্দেশ খারিজ করে দিয়েছে দুই বিচারপতির বেঞ্চ।

Read more Photos on
click me!

Recommended Stories