স্বাস্থ্য মন্ত্রকের পরীক্ষায় পাশ না করেই মেডিক্যাল কাউন্সিলের তালিকায় নাম , কাউন্সিলের বিরুদ্ধে মামলা সিবিআই এর

Published : Dec 27, 2022, 02:42 AM ISTUpdated : Dec 27, 2022, 02:48 AM IST
cbi

সংক্ষিপ্ত

ভারতীয় মেডিক্যাল লাইসেন্স ছাড়া ডাক্তারি করছে এমন ৭৩ জন ডাক্তারকে সহায়তা করার জন্য ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল এবং ১৪টি রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বিরুদ্ধে মামলা দায়ের করলো সিবিআই। 

ভুয়ো ডাক্তারদের হাত থেকে দেশবাসীকে বাঁচাতে এবার তৎপরতা দেখালো সিবিআই। ভারতীয় মেডিক্যাল লাইসেন্স ছাড়া ডাক্তারি করছে এমন ৭৩ জন ডাক্তারকে সহায়তা করার জন্য ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল এবং ১৪টি রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বিরুদ্ধে মামলা দায়ের করলো সিবিআই।

বিদেশে ডাক্তারি পাশ করে কেউ এ দেশে এসে সাময়িক বা স্থায়ী ভাবে রোগী দেখার জন্য নাম নথিভুক্ত করতে চাইলে বিশেষ পরীক্ষায় পাশ করতে হয়। ন্যাশনাল মেডিক্যাল কমিশন বা স্টেট কাউন্সিল ওই পরীক্ষা নেয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তদন্তে নেমে জেনেছে, দেশে ৭৩ জন চিকিৎসক এই পরীক্ষায় পাশ করেননি। তার পরেও তারা বিভিন্ন রাজ্যের মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত করে বহাল তবিয়তে রোগী দেখে বেড়াচ্ছেন । এর পরেই সিবিআইকে অভিযোগ করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

সিবিআই এর অভিযোগ ‘‘অযোগ্য ব্যক্তিদের এই প্রতারণা এবং ভুয়ো নথিভুক্তকরণের কারণে নাগরিকদের জীবন এবং স্বাস্থ্য বিপাকে পড়ছে । বিভিন্ন রাজ্যেও এই প্রতারণার সঙ্গে যুক্ত হয়েছে, ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে এই প্রতারণা শাখা।’’

তদন্ত করে জানা গেছে যে যে চিকিৎসকরা এমন করছেন বা করেছেন তারা সকলেই ২০১১ থেকে ২০২২ এর মধ্যে চিন, রাশিয়া, ইউক্রেন থেকে ডাক্তারি পাশ করেছেন।

তারপর এদেশে এসে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরীক্ষায় পাশ না করতে পারলেও। তারা মেডিক্যাল কাউন্সিলের লোক জনকে ‘ঘুষ’ দিয়ে মূলত নিজেদের নাম নথিভুক্ত করেছে মেডিক্যাল কাউন্সিলের তালিকায়। যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে দুর্নীতি, অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণার চার্জ দায়ের করেছে সিবিআই।সরকারের বিভিন্ন পরতে পরতে যে ঘুন ধরেছে তা বিনাশ করতে সিবিআইয়ের এমন উদ্যোগকে তারিফ জানিয়েছেন বিশেষজ্ঞমহল .

PREV
click me!

Recommended Stories

বন্দে মাতরম সম্পাদনা কি দেশভাগের কারণ? অমিত শাহের মন্তব্যে তোলপাড়
দেশজুড়ে বিমান বিপর্যয়ে মোদীর নিশানায় ইন্ডিগো, উড়ান পরিষেবায় কাঁটছাট কেন্দ্রের