মেধাতালিকা ছাড়াই প্রকাশিত সিবিএসই-র ফল, কীভাবে দেখা যাবে দশম ও দ্বাদশ শ্রেনির রেজাল্ট

প্রকাশিত হল সিবিএসই ২০২০ বোর্ড পরীক্ষার ফল

দশম ও দ্বাদশ দুই শ্রেনির ফলই একই দিনে প্রকাশিত হল

বোর্ডের সরকারি ওয়েবসাইটে ঢুকে জানা যাবে ফলাফল

কীভাবে, জেনে নিন প্রত্যেকটি ধাপ

সোমবার সেন্ট্রাল বোর্ড অব স্কুল এডুকেশন বা সিবিএসই বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেনির ফলাফল ঘোষণা করা হল। সিবিএসইর অফিসিয়াল ওয়েবসাইট সিবিএসই ডট এনআইসি ডট ইন (cbse.nic.in) এবং সিবিএসরেসাল্টস ডট এনআইসি ডট ইন (cbseresults.nic.in)-এর মাধ্যমে দশম ও দ্বাদশ শ্রেনির সিবিএসই বোর্ডের সকল পরীক্ষার্থী তাদের ফলাফল দেখতে পারবে। ২০২০ সালে সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেনির পরীক্ষায় অংশ নিয়েছিল প্রায় ৩০ লক্ষ পরিক্ষার্থী।

এর আগে, সিবিএসই জানিয়েছিল যে ক্লাস ১২ ও ১০-এর ফলাফল ঘোষণা করা হবে ১৫ জুলাই-এর আগে। সেই মতোই এদিন ফলাফল প্রকাশ করা হল। তবে সিআইএসসিই বোর্ডের মতো সিবিএসই বোর্ডও ২০২০ সালে মেধাতালিকা প্রকাশ করবে না বলেই মনে করা হচ্ছে। গত বছর, সিবিএসই দশম শ্রেনির ফল প্রকাশ হয়েছিল ৬ মে, আর দ্বাদশ শ্রেনির ২ মে। এইবার সেই জায়গায় অনেক দেরিতে এই ফল প্রকাশ করা হল।

Latest Videos

চলতি বছরে ১৫ ফেব্রুয়ারী পরীক্ষা শুরু হওয়ার পর ২৬ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি উত্তরপূর্ব দিল্লিতে হিংসার কারণে সিবিএসই বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তারপর দেশে কোভিড-১৯ মহামারি হানা দেওয়ায় শিক্ষার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের বাকি থাকা পরীক্ষা মুলতুবি করার সিদ্ধান্ত নেয়।

দেখে নেওয়া যাক কীভাবে চেক করতে হবে ২০২০ সালের সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেনির পরীক্ষার ফলাফল -

১) উপরে উল্লেখ করা দুটি ওয়েবসাইটের একটিতে যেতে হবে

২) সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন (দশম শ্রেণি) ২০২০ এবং সিনিয়র স্কুল এক্সামিনেশন (দ্বাদশ শ্রেণি) ২০২০-এর সক্রিয় লিঙ্ক দেখা যাবে

৩) দশম না দ্বাদশ কোন শ্রেনির ফল দেখতে চাই, তা বাছতে হবে

৪) যথাযথ জায়গায় সিবিএসই বোর্ডের রোল নম্বর, কেন্দ্র নম্বর, স্কুলের নম্বর এবং প্রবেশপত্রের আইডি লিখতে হবে

৫) 'সাবমিট'-এ ক্লিক করতে হবে

৬) সিবিএসই ২০২০-এর দশম বা এবং দ্বাদশ শ্রেনির ফলাফল চলে আসবে মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনে

৭) ভবিষ্যতের ব্যবহারের জন্য ফলাফল প্রিন্ট-ও  করা যাবে

Share this article
click me!

Latest Videos

Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today
Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে