Operation Sindoor: কেন রাত ১ টায় পাকিস্তানের ওপর প্রথম স্ট্রাইক চালায় ভারত? কী বললেন CDS অনিল চৌহান

Published : Sep 19, 2025, 06:51 AM IST
Operation Sindoor

সংক্ষিপ্ত

গত ৭ মে পাকিস্তানের বিরুদ্ধে ভারত 'অপারেশন সিঁদুর' চালায়। এই অভিযান কেন রাতের অন্ধকারে করা হয়েছিল, সেই জল্পনার অবসান ঘটিয়ে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান জানান, অসামরিক হতাহত এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

গত ৭ মে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর চালায় ভারত। ওই স্ট্রাইকে জৈশ-ই-মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন এবং লস্কর ই তৈয়বার মতো সন্ত্রাসী সংগঠনগুলোর নয়টি সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস হয়। টানা চার দিন চলেছিল এই লড়াই।

এবার অপারেশন সিঁদুর নিয়ে চলতে থাকা এক বিশেষ জল্পনার অবসান হল। সদ্য অপারেশন সিঁদুর বিয়ে পাকিস্তান সংসদে দাঁড়িয়ে পাক পিপিপি পার্টির সাংসদ বিলাওয়াল ভুটো বলেছিলেন, যদি তাদের (ভারতের) সাহস থাকত, তাহলে তারা দিনের বেলায় হামলা ঘোষণা করত। এই বক্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের অন্ত নেই। এবার সেই মন্তব্যের এক মাস পর ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান বিশেষ বক্তব্য পেশ করেন। তিনি জানান, কেন ৭ মের রাত ১টার পর পাকিস্তানে ভারতীয় সেনারা অপারেশন সিঁদুর করেছিলেন।

ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান বলেন, অসামরিক হতাহত এড়াতে অপারেশন সিঁদুরের সময় সশস্ত্র বাহিনী গভীর রাতে পাকিস্তানে বিরুদ্ধে প্রথম আক্রমণ চালিয়েছে। সামরিক প্রধান এদিন ঝাড়খণ্ডের রাঁচিতে স্কুল শিক্ষার্থীদের উদ্দেশ্য ভাষণদিচ্ছিলেন। সেখানে তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করেন। তিনি বলেন, অসামরিক হতাহত এড়াতে ৭ মে রাত ১টায় প্রথম আক্রমণ চালানো হয়েছিল।

ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান বলেন, রাতের বেলায় দূরপাল্লার লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালানোর জন্য বিশেষ প্রচেষ্টার প্রয়োজন ছিল। তিনি আরও বলেন, ফৌজ (সেনাবাহিনী)ই একমাত্র জায়গা যেখানে কোনও স্বজনপোষণ নেই… জাতির সেবা করতে এবং দেশ ও বিশ্বকে অন্বেষণ করতে চাইলে আপনার সশস্ত্র বাহিনীতে যোগদানে আকাঙ্খা থাকা উচিত।

 

 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: IndiGo উড়ান পরিষেবায় অচলাবস্থা অব্যাহত, সমস্যায় যাত্রীরা
পুতিনকে দেওয়া মোদীর ৬টি উপহার দেখুন ছবিতে, তালিকায় রয়েছে বাংলার বিখ্যাত এই জিনিসটি