কখনও ভুলেও ডায়াল করবেন না *401#, বড় বিপদের সতর্কবার্তা দিল কেন্দ্র

Published : Jan 14, 2024, 11:37 AM ISTUpdated : Jan 14, 2024, 11:38 AM IST
money  cyber crime

সংক্ষিপ্ত

প্রতারকরা নিজেদের কাস্টমার কেয়ার, সার্ভিস প্রোফাইডার পরিচয় দিয়ে কল করছে। তার পর *401# নম্বর ডায়াল করতে বলা হচ্ছে গ্রাহককে। আর এই নম্বরে ডায়াল করলেই বিপদ।

বহু মানুষ সাইবার জালিয়াতির শিকার হয়েছেন। সাইবার ক্রাইমের সংখ্যা দিনে দিনে বাড়ছে। তাই নানা উপায় থেকে প্রতারণার বিষয়ে কেন্দ্র সাধারণ মানুষকে সতর্ক করছে। নতুন এক বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র জানিয়েছে অনেক জালিয়াত সংস্থা ফোন করে গ্রাহকদের *401# ডায়াল করতে বলছে। এই ফাঁদে পা দিলেই হবে বড়সড় সর্বনাশ। টেলিকম বিভাগের তরফে সতর্ক করা হয়েছে। কোনও পরিস্থিতিতেই ওই নম্বর ডায়াল করবেন না।

প্রতারকরা নিজেদের কাস্টমার কেয়ার, সার্ভিস প্রোফাইডার পরিচয় দিয়ে কল করছে। তার পর *401# নম্বর ডায়াল করতে বলা হচ্ছে গ্রাহককে। আর এই নম্বরে ডায়াল করলেই বিপদ। জানা গিয়েছে, এমন ফাঁদ পাতা হয়েছে যাতে আপনি ওই নম্বর ডায়াল করার পর প্রতারকদের নির্দেশ শুনলেই তাঁদের কাছে আপনার ফোনের সমস্ত তথ্য চলে যাবে। এমনকী আপনার ফোন কল তাদের নম্বরে ফরোয়ার্ড হবে ক্রমাগত।

আপনি ফাঁদে পা দিলেই আপনার ফোন, কলের সমস্ত তথ্য চলে যাবে প্রতারকদের হাতে। তখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হতে সময় লাগবে না। অথবা আপনার নম্বর, নাম দিয়ে কোনওরকম অসামাজিক কাজ করবে কেউ বা কারা!

প্রতারকরা আপনার সিম কার্ডে সমস্যা রয়েছে বলে ফোন করতে পারে। বলতে পারে, আপনার ফোনের নেটওয়ার্ক ঠিক নেই। আপনি তাঁদের কথা বিশ্বাস করলেই বিপদ। *401# নম্বরটি তখন আপনাকে ডায়াল করতে বলবে প্রতারকরা। তার পর তারা বলবে, ওই নম্বরের পর আরও কিছু নম্বর ডায়াল করতে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক
যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল