
নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) বাজেটে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ তুলে সংসদে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, নির্মলা সীতারামন যে বাজেট ( Union Budget) পেশ করেছেন সেটা বাংলা বিরোধী বাজেট। সুপরিকল্পিতভাবে বাংলার উন্নয়নযজ্ঞকে রুখে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
সংসদে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় সরাসরি নিশানা করেছেন কেন্দ্রের বিজেপি সরকারকে। তিনি দাবি করেন, পাশের রাজ্য বিহারে শুধু বিজেপি সরকার আছে বলে বিহার-বোনাঞ্জা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আর বাংলায় বিজেপি নেই বলেই বাজেটে বাংলার কপালে জুটছে বঞ্চনা। সংসদে অভিষেক দাবি করেন, দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নামে 'হাফ ফেডারেলিজম' চলছে।
কী 'হাফ ফেডারেলিজম'? সংসদে তারও ব্যাখ্যা দিয়েছেন অভিষেক। বাজেটের জবাবি ভাষণে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, 'বিহারে বিজেপির ১৩জন সাংসদ আছে। আর বাংলাতেও বিজেপির ১২ সাংসদ রয়েছে। কিন্তু বিহারে বিজেপি শাসক রয়েছে। তাই বিহারে বোনাস পাচ্ছে। আর বাংলায় বিজেপি বিরোধী আসনে রয়েছে। তাই বাংলার কপালে জুটছে আর্থিক বঞ্চনা। এটাই হাফ ফেডারেলিজম। '
অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন বাংলার জন্য উল্লেখযোগ্য একটিও আর্থিক প্যাকেজ নেই। বড় কোনও প্রকল্পের কথাও ঘোষণা করা হয়নি। বিভিন্ন প্রকল্পের জন্য বাংলার এখনও কেন্দ্রের থেকে ১.৭ লক্ষ কোটি টাকা আর্থিক অনুদান বকেয়া রয়েছে। সেই বকেয়াও কেন্দ্র মেটাচ্ছে না। তিনি আরও বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই বাংলারকে আর্থিকভাবে অবরুদ্ধ করার চেষ্টা করছে কেন্দ্র। সুপরিকল্পিতভাবে বাংলার উন্নয়ন ও আর্থিক বৃদ্ধি রুখে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এদিন সংসদে ১০০ দিনের কাজ থেকে শুরু আবাস যোজনার কথাও তুলে ধরেন। কেন্দ্রের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ করেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।