Rajnath Singh: ভারতের উপর যেকোনও রকমের হামলায় চরম মূল্য চোকাতে হবে পাকিস্তানকে, বিশ্ব যোগ দিবসে কড়া বার্তা রাজনাথের

Published : Jun 21, 2025, 10:53 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Rajnath Singh On Pakistan: আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে ফের পাকিস্তানকে কড়া বার্তা রাজনাথের। কী বললেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী?  বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

Rajnath Singh On Pakistan: বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে জম্মু কাশ্মীর থেকে পাকিস্তানকে ফের একহাত নিলেন কেনদ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাকিস্তানের ইটের জবাব যে ভারত পাটকেলে দেবে সে কথা আরও একবার স্পষ্ট করে বুঝিয়ে দিলেন তিনি। এদিন তিনি বলেন, ''ভারতের অপারেশন সিঁদুর এখনও বন্ধ হয়ে যায়নি। অপারেশন সিঁদুর কেবলমাত্র স্থগিত করা হয়েছে। এবং সন্ত্রাসবাদের মাধ্যমে ভারতকে হাজার আঘাত দেওয়ার পাকিস্তানের যেকোনও অভিযান সফল হবে না। ভারত পাকিস্তানের এই অভিপ্রায় সফল হতে দেবে না।''

শনিবার সকালে জম্মু কাশ্মীরের নর্দার্ন কমান্ডের সৈন্যদের সঙ্গে বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। সেখানে গিয়ে তিনি বলেন, ''আমরা কেবল তাদের পরিকল্পনাই ব্যর্থ করিনি, বরং এমন প্রতিশোধমূলক পদক্ষেপও নিয়েছি যে পাকিস্তানকে নতজানু হতে হয়েছে। ভারতের মাটিতে যেকোনও সন্ত্রাসবাদ হামলার জন্য পাকিস্তানকে গভীর মূল্য চোকাতে হবে।''

গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পাল্টা জবাবে ভারত ৭ মে 'অপারেশন সিঁদুর' শুরু করে। এই অভিযানে পাকিস্তান ভূখণ্ডের গভীরে ৯টি জঙ্গি শিবির গুঁড়িয়ে দেওয়া হয় এবং ১১টি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়। ভারতীয় সশস্ত্র বাহিনী আরও দাবি করেছে যে, এই অভিযানের সময় পাকিস্তানের ৩৫-৪০ জন সেনা নিহত হয়েছে। ১০ মে পাকিস্তান ভারতের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পর এই অভিযান শেষ হয়।

 

 

রাজনাথ সিং জানান, 'অপারেশন সিঁদুর' সন্ত্রাসবাদী এবং তাদের মদতদাতাদের কাছে একটি জোরালো বার্তা দিয়েছে। এই অভিযানের মাধ্যমে ভারত স্পষ্ট করে দিয়েছে যে 'নয়া ভারত' দৃঢ়প্রতিজ্ঞ এবং সন্ত্রাসবাদের শিকার হবে না, বরং শক্তি ও কৌশলের সঙ্গে এর জবাব দেবে। পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK)-এ সন্ত্রাসী পরিকাঠামো ধ্বংস করার ক্ষেত্রে ভারতীয় সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলির নির্ভুলতা, সমন্বয় এবং সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন তিনি। তিনি জোর দিয়ে বলেন যে সন্ত্রাসবাদের প্রতি ভারতের নীতির এই পরিবর্তন এই অতুলনীয় বীরত্ব এবং উৎসর্গেরই ফল।

উল্লেখ্য, 'অপারেশন সিঁদুর'-এর মতো সফল অভিযানগুলি প্রমাণ করে যে ভারত এখন সন্ত্রাসবাদের শিকার নয়, বরং শক্তি এবং কৌশলের মাধ্যমে এর মোকাবিলা করতে প্রস্তুত।

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Railways: এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল, জানিয়ে দিল রেল
রজস্বলা নাবালিকাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিতে ব্যর্থ ইন্ডিগো, বাবার কাতর আর্জির ভিডিয়ো ভাইরাল