মিশে যাচ্ছে দশটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

  • দশটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণের সিদ্ধান্ত
  • সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার
  • দশটি ব্যাঙ্ক মিশিয়ে হচ্ছে চারটি ব্যাঙ্ক
  • দেশের আর্থিক বৃদ্ধির হার বৃদ্ধিতেই পদক্ষেপ
     

debamoy ghosh | Published : Aug 30, 2019 2:16 PM IST

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সংযুক্তিকরণের বড়সড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এ দিন জানিয়েছেন, দশটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে মিশিয়ে দেওয়া চারটি ব্যাঙ্ক করা হবে। এর ফলে দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা কমে হবে বারো। ঝিমিয়ে পড়া আর্থিক বৃদ্ধির হারকে চাঙ্গা করতেই কেন্দ্রের এই পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

কোন কোন ব্যাঙ্ককে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল, তা দেখে নিন একনজরে-

২০১৭ সালে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা ছিল ২৭। এর আগে দু' বার ব্যাঙ্ক সংযুক্তিকরণ করেছিল মোদী সরকার। এবারের সংযুক্তিকরণের পরে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা ২৭ থেকে কমে হল ১২। কেন্দ্রের দাবি, এর ফলে ব্যাঙ্কগুলির ঋণ দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে তাদের আর্থিক ভিত্তিও মজবুত হবে। 

Share this article
click me!