এই মুহূর্তে দেশের সেরা দশ খবর, যাতে আপনাকে রাখতেই হবে চোখ

  • দেশের সেরা দশ খবর
  • বাছাই করা দশটি খবরে রাখুন চোখ
  • দেখে নিন কোথায় কী ঘটল আজ সারাদিন
  • রাজনীতি থেকে অপরাধ কোন ঘটনা উঠে এল সেরা দশে
Indrani Mukherjee | Published : Aug 30, 2019 1:30 PM IST / Updated: Aug 31 2019, 09:50 AM IST

রাজনীতি থেকে অপরাধ, মানুষের সুখ,দুঃখের খবর থেকে আরও রকমারি ঘটনা- সময়ের সঙ্গে ঘটে চলে একের পর এক নিউজ আপডেট, এর মধ্যে কোনও খবর হয়ে ওঠে শিরোনাম,আবার কেউ পড়ে থাকে আড়ালে। খবর মানেই তথ্যের ভাণ্ডার। খবর মানেই নিজের চারপাশকে জেনে নেওয়া। নিত্যদিনের ব্যস্ততায় কোনও খবর থাকে আমাদের চোখের সামনে আবার কেউ হারিয়ে যায় অতলে। দেশের সেরা দশ খবরের এই ফান্ডা আপনাকে শুধু আপডেটই করবে না সেই সঙ্গে জানিয়ে দেবে সামনের সময়ের বার্তাকেও। তাই এক নজরে দেখে নিন এই মুহূর্তের সেরা দশ খবর।  

১)স্ত্রীর নাম থাকবে কি এনআরসি তালিকায়, আতঙ্কে আত্মঘাতী স্বামী-  হাতে আর সময় মাত্র এক দিন, আর তার পরই প্রকাশিত হবে এনআরসি-র রিপোর্ট। তবে এই এনআরসি তালিকা কার্যত রাতের ঘুম কেড়ে নিয়েছে অসমের অসংখ্য মানুষের।স্ত্রী নমিতা দত্তের নাম এনআরসি-র খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল,  আর তার জেরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। আর সেই আতঙ্ক ও অবসাদ সহ্য করতে না পেরে অবশেষে বেছে নিলেন মৃত্যুর পথ। নিজের বাড়ির বারান্দায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন প্রীতিভূষণ দত্ত।  স্ত্রীর নাম থাকবে কি এনআরসি তালিকায়, আতঙ্কে আত্মঘাতী স্বামী

Latest Videos

২) ৩৭০ ধারা বাতিলের পর ২২২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান- কেন্দ্রের তরফে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ৩৭০ ধারা বাতিলের ঘোষণার পর থেকে এযাবত ২২২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। সম্প্রতি কেন্দ্রের তরফে প্রকাশ করা হয়েছে এমনই চাঞ্চল্যকর তথ্য যেখানে দেখা গিয়েছে, চলতি বছরে প্রায় ১৯০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনা। আর ৩৭০ ধারা বাতিল হওয়ার পর থেকে গত ২৫ দিনের মধ্যে ২২২-এরও বেশি বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। ৩৭০ ধারা বাতিলের পর ২২২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান, চলতি বছরে সংখ্যাটা ১৯০০

৩)উপত্যকার প্রথম আন্তর্জাতিক লগ্নিকারীদের সম্মেলন,  স্থগিত রাখল জম্মু সরকার -চলতি বছরের অক্টোবর মাসে জম্মু ও কাশ্মীরের প্রথম আন্তর্জাতিক লগ্নিকারীদের সম্মেলন হওয়ার কথা ছিল। সূত্রের খবর, সেই সম্মেলন বাতিল করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারা বাতিল করে দেওয়ার পর এবং জম্মু ও কাশ্মীরের ওপর থেকে রাজ্যের মর্যাদাও সরিয়ে দিয়ে এটিকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করার সময়েই কেন্দ্রের তরফে বলা হয়েছিল যে, সেখানে প্রথম আন্তর্জাতিক লগ্নিকারীদের সম্মেলন করা হবে, এবার সেই সম্মেলনই পিছিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। অক্টোবরে উপত্যকার প্রথম আন্তর্জাতিক লগ্নিকারীদের সম্মেলন, আপাতত স্থগিত রাখল জম্মু সরকার

৪)দেশজুড়ে গড়ে উঠবে ১২ হাজারেরও বেশি আয়ুষ হেল্থ সেন্টার- আয়ুষ প্রকল্প গড়ে তোলার কথা এর আগে কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, সারা ভারত জুড়ে আয়ুষ -এর সেন্টার গড়ে তোলা হবে। লক্ষ্য সারা ভারত জুড়ে প্রায় ১২,৫০০ সেন্টার তৈরি করা হবে বলে জানা গিয়েছে। আপাতত চলতি বছরে প্রায় ৪০০০ আয়ুষ সেন্টার গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। মহাত্মার পথেই মোদী, দেশজুড়ে গড়ে উঠবে ১২ হাজারেরও বেশি আয়ুষ হেল্থ সেন্টার

৫) জেনে নিন আয়কর কর জমা দেওয়ার শেষ তারিখ কবে-সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি বিজ্ঞপ্তি, যেখানে লেখা হয়েছে আয়করের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সকলের হাতে হাতে ঘুরছিল একটি বিজ্ঞপ্তি যেখানে বলা হয়েছিল আয়কর রিটার্নের সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ৩০ সেপ্টেম্বর। আর এরপরই আয়কর রিটার্ন বিষয়ে কার্যত বিভ্রান্তি সৃষ্টি হয়েছে আয়করদাতাদের মনে। এই বিভ্রান্তি দূর করতেই শুক্রবার সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস-এর তরফে এই গোটা বিষয়টিই নিয়েই জারি করা হয়েছে সতর্কতা। গুজবে কান দেবেন না, জেনে নিন আয়কর কর জমা দেওয়ার শেষ তারিখ কবে

৬) রোগগ্রস্তের দরজায় এবার চিকিৎসা পরিষেবা-ভারতের মতো দেশে বিনা চিকিৎসায়ে প্রতি বছর বহু মানুষের মৃত্যু হয়। পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না পেয়েই বহু মানুষ অকালেই প্রাণ হারান। অনেকেই দাবি করেন শহরের অ্যাপ ক্যাবের মতো অ্যাম্বুলেন্স পরিষেবাও যদি অ্যাপের সাহায্য়েই পাওয়া যেত, তাহলে কতই না ভাল হত। তবে সেই সমস্যা খানিকটা হলেও সমাধান করতে পারে জীবনরেখা এক্সপ্রেস। রোগগ্রস্তের দরজায় এবার চিকিৎসা পরিষেবা, ভারতীয় রেলের অনন্য অবদান জীবনরেখা এক্সপ্রেস

 

৭)বিরোধীদের অভিযোগ নরেন্দ্র মোদী সরকার সমালোচনা সহ্য করতে পারে না- নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বরাবরের অভিযোগ, এই সরকার সমালোচনা সহ্য করতে পারে না। গত সাড়ে পাঁচ বছরে তিনি হাতে গোনা কয়েকটি সাক্ষাতকার দিয়েছেন। অভিযোগ সেগুলিতে মনের মতো প্রশ্ন সাজিয়ে দেওয়া হয়েছে। এছাড়া সাংবাদিক সম্মেলন করেছেন মাত্র একটি, তাতেও নীরবই ছিলেন। সেই নরেন্দ্র মোদীই এদিন 'কমফোর্ট জোন' ছেড়ে বের হলেন। বললেন বিভিন্ন ধরণের মতামত শোনার মতো ভদ্রতা থাকা উচিত। সমালোচনার জন্যই অপেক্ষা করে থাকেন, কমফোর্ট জোন ছাড়লেন নরেন্দ্র মোদী

৮) টাকা দেখে চোখ চকচক নয়, এবার টাকাই হচ্ছে চকচকে- টাকা দেখে চোখ চকচক করে ওঠার কথা শোনা যায়। এবরা সেই টাকাই হয়ে উঠতে চলেছে চকচকে, একেবারে আক্ষরিকত অর্থেই। তবে ভারতের বাজারে এখন যেসব মূল্যের নোট চালু আছে, তার সবকটি চকচকে হবে না। এই ভাগ্য হচ্ছে শুধুমাত্র ১০০ টাকার নোটেরই। পরীক্ষামূলক ভাবে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ১০০ টাকার নোটের উপর বার্নিশের পোচ লাগাতে চলেছে। টাকা দেখে চোখ চকচক নয়, এবার টাকাই হচ্ছে চকচকে, অভিনব সিদ্ধান্ত আরবিআই-এর

৯) মিশে যাচ্ছে দশটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর- রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সংযুক্তিকরণের বড়সড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এ দিন জানিয়েছেন, দশটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে মিশিয়ে দেওয়া চারটি ব্যাঙ্ক করা হবে। এর ফলে দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা কমে হবে বারো। ঝিমিয়ে পড়া আর্থিক বৃদ্ধির হারকে চাঙ্গা করতেই কেন্দ্রের এই পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরও পড়ুন- মিশে যাচ্ছে দশটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

১০) ৬ বছরে সর্বনিম্ন, আর্থিক বৃদ্ধির হার নামল ৫ শতাংশে- কেন্দ্রীয় সরকার আশ্বস্ত করছে, পর পর পদক্ষেপও ঘোষণা করা হচ্ছে। কিন্তু গতি পাচ্ছে না আর্থিক বৃদ্ধি। বরং দেশবাসীর চিন্তা বাড়িয়ে প্রথম ত্রৈমাসিকেই পাঁচ শতাংশে নেমে এল আর্থিক বৃদ্ধির হার। গত ছ' বছরে যা সর্বনিম্ন। জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত শেষ ত্রৈমাসিকে দেশের আর্থিক বৃদ্ধির হার ছিল ৫.৮ শতাংশ। এপ্রিল থেকে জুনের মধ্যে তা নেমে এসেছে ৫ শতাংশে। এর আগে ২০১২-১৩ অর্থবর্ষে জানুয়ারি থেকে মার্চের মধ্যে আর্থিক বৃদ্ধির হার নেমেছিল ৪.৩ শতাংশে। তার পর আর এতটা কমেনি দেশের আর্থিক বৃদ্ধির হার। আরও পড়ুুন- ৬ বছরে সর্বনিম্ন, আর্থিক বৃদ্ধির হার নামল ৫ শতাংশে

বিস্তারিত আসছে...

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul