DA বা পে কমিশনের আগেই সরকারি কর্মীদের জন্য সুখবর! এবার সরকারি টাকায় চড়তে পারবেন বন্দে ভারতে
অষ্টম বেতন কমিশন গঠন করা হয়েছে। কিন্তু তার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার LTC-তে তারা বন্দে ভারত, তেজস-এর মত ট্রেনে সফর করতে পারবেন।
Saborni Mitra | Published : Jan 17, 2025 12:44 PM / Updated: Jan 17 2025, 12:45 PM IST
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর
২০২৫ সাল কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ভাল বলা যেতেই পারে। কারণ মোদীর মন্ত্রিসভা অষ্টম পে কমিশন গঠনের অনুমোদন দিয়েছে। এবার এলটিসি নিয়েও এল বড় বার্তা।
বেতনভুক ছুটি ও টিকিটের টাকা
সমস্ত যোগ্য কেন্দ্রীয় সরকারি কর্মচারী এলটিসি গ্রহণের সময় প্রদত্ত বেতনভুক্ত ছুটি ছাড়াও আসা-যাওয়ার উভয় ভ্রমণের জন্য টিকিটের প্রতিদান পাবেন।
একাধিক প্রতিবেদনে দাবি
কর্মী ও প্রশিক্ষণ বিভাগ (DoPT) বিভিন্ন অফিস এবং ব্যক্তিদের কাছ থেকে LTC এর অধীনে এই বিভিন্ন ধরণের প্রিমিয়াম ট্রেনের গ্রহণযোগ্যতা সম্পর্কে বেশ কয়েকটি রেফারেন্স পাওয়ার ফলে এই সরকারী আদেশটি এসেছে।
এই ট্রেনগুলিতে সফরের অনুমতি
রাজধানী, শতাব্দী এবং দুরন্ত ট্রেন ছাড়াও, সরকারি কর্মচারীদের প্রাপ্যতা অনুসারে LTC এর অধীনে তেজস এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস এবং হামসফর এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করার অনুমতি দেওয়া হয়েছে।
নির্দেশিকা জারি
এই নির্দেশিকা জারি করা হয়েছে ১৪ জানুয়ারি ২০২৫ সালে।
ছুটিতে ছাড়
Leave Travel Concession বা ছুটি ভ্রমণ ছাড় বা এলটিসি প্রকল্পে সরকারি কর্মীদের জন্য একটি ভ্রমণের সুবিধে প্রদান করা হয়। চার বছর অন্তর এক বছর ভারতের যে কোনও স্থানে তাঁরা বেড়াতে যেতে পারেন
এবার থেকে আরও বেশি সুবিধে
এতদিন কেন্দ্রীয় সরকার বন্দে ভাতর, তেজস-এর মত বিলাসবহুল ট্রেনে সফরের জন্য টিকিটের টাকা কেন্দ্রীয় সরকারি কর্মীদের দিত না। কিন্তু এবার থেকে সেই টাকাও কেন্দ্রীয় সরকার প্রদান করবে।
সপ্তম বেতন কমিশন অনুসারে
৭ম কেন্দ্রীয় বেতন কমিশন অনুসারে বেতন ম্যাট্রিক্সে বেতন স্তরের অধীনে কর্মচারীকে প্রিমিয়াম ট্রেনে ভ্রমণের অনুমতি দেওয়া হবে।
এলটিসির নিয়ম
LTC গ্রহণকারী একজন সরকারি কর্মচারী এবং তার পরিবারের সদস্যরা দুই বা চার বছরে অন্তর দেশের মধ্যে যে কোনও স্থানে যেতে পারেন।
সময়ের অন্তর
দুই বছরের অন্তর দুবার হোম টাউন LTC গ্রহণ করার বিকল্প রয়েছে অথবা দুই বছরে একবার তাদের নিজ শহর পরিদর্শন করার এবং দুই বছরের আরেকটি ব্লকে ভারতের যেকোনো স্থান পরিদর্শন করার বিকল্প রয়েছে।