বিরাট খবর! DA বৃদ্ধির আগেই মোটা লাভ সরকারি কর্মীদের, গ্র্যাচুইটি বেড়ে হল ২৫ লক্ষ টাকা!

কপাল খুলে গেল লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীদের। নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে? সপ্তম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অবসরের পর প্রাপ্ত গ্র্যাচুইটিতে প্রয়োজনীয় পরিবর্তন এনেছে। দুর্দান্ত খবর পেলেন সরকারি কর্মচারিরা। কত টাকা হাতে পাবেন তাঁরা?

Parna Sengupta | Published : Jan 16, 2025 5:58 PM
110

নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ফের একবার পোয়া বারো হল সরকারি কর্মীদের।

210

এমনিতে সকলে ডিএ (Dearness Allowance) বৃদ্ধির অপেক্ষা করছেন।

310

সেইসঙ্গে অষ্টম বেতন পে কমিশনের গঠন হওয়া নিয়েও সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনা চলছে সরকারি কর্মীদের।

410

এরই মাঝে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা ২০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করা হয়েছে।

510

মহার্ঘ ভাতা বৃদ্ধির পর এই সমন্বয় করা হয়েছে, যা বেড়ে হয়েছে ৫০ শতাংশেরও বেশি।

610

গুরুত্বপূর্ণ বিষয় হ’ল এই গ্র্যাচুইটির পরিমাণ কেন্দ্রীয় কর্মচারীদের জন্য করমুক্ত থাকলেও বেসরকারী ক্ষেত্রের কর্মচারীদের জন্য করমুক্ত সীমা ২০ লক্ষ টাকা। স্বাভাবিকভাবেই নতুন বছরে বহু কর্মীর কাছে এটা বড় উপহার।

710

এখন নিশ্চয়ই ভাবছেন যে এই গ্র্যাচুয়েটি কী? গ্র্যাচুইটি হ’ল অর্থের পরিমাণ যা একজন কর্মচারীকে তার নিয়োগকর্তার পরিষেবাগুলির জন্য পুরষ্কার হিসাবে দেওয়া হয়।

810

যখন কোনও কর্মচারী কমপক্ষে পাঁচ বছর একটানা চাকরির পরে অবসর গ্রহণ করেন বা চাকরি ছেড়ে দেন, তখন এই টাকা মেলে।

910

গ্র্যাচুইটির হিসাব করা হয় কর্মচারীর মাসিক বেতনের ওপর ভিত্তি করে।

1010

হিসাব অনুযায়ী, পাঁচ বছরে বছরে ২৪০ কার্যদিবস থাকে। গ্র্যাচুইটি অবসর, পাঁচ বছর পরে পদত্যাগ বা মৃত্যু বা অক্ষমতার কারণে দেওয়া হয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos