Men Pension scheme: পুরুষদের জন্য কেন্দ্রের নতুন প্রকল্প, বিশেষ সার্টিফিকেট থাকলেই পাবেন এই সুবিধা

Published : May 04, 2025, 08:04 AM ISTUpdated : May 04, 2025, 08:07 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Government scheme for Men: মহিলাদের স্বাবলম্বী করতে দেশজুড়ে চালু রয়েছে অসংখ্য প্রকল্প। পশ্চিমবঙ্গে যেমন চালু রয়েছে মহিলাদের স্বনির্ভর করতে…          

Government scheme for Men: মহিলাদের স্বাবলম্বী করতে দেশজুড়ে চালু রয়েছে অসংখ্য প্রকল্প। পশ্চিমবঙ্গে যেমন চালু রয়েছে মহিলাদের স্বনির্ভর করতে লক্ষ্মীর ভাণ্ডার (Lakkhir Bhandar scheme), পড়ুয়াদের জন্য কন্যাশ্রী প্রকল্প। তেমনই নারীদের উন্নয়নে কেন্দ্রের তরফে রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yoyona), অন্য একটি রাজ্যে চালু রয়েছে লাডকি বেহেন যোজনা। তবে পুরুষদের জন্য কোনও রাজ্যেই সেভাবে কোনও প্রকল্প চালু নেই।

তবে এবার সুখবর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। পুরুষদের জন্য চালু হচ্ছে নতুন একটি প্রকল্প। যেখানে আবেদন করলে পুরুষরা পাবেন পেনশন। জানা গিয়েছে, খুব শীঘ্রই এই প্রকল্প আনতে চলেছে কেন্দ্রীয় সরকার (Central Government India)। এই প্রকল্পের মাধ্যমে অবিবাহিত পুরুষ ও যে সমস্ত পুরুষদের স্ত্রী বিয়োগ ঘটেছে তাঁদের মাসে মাসে পেনশন দেবে সরকার। এরফলে উপকৃত হবেন দেশের লাখ-লাখ পুরুষ।

সূত্রের খবর, এই প্রকল্পে মাসে মাসে ৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেবে সরকার। বিশেষ করে যাদের বিপিএল তালিকাভুক্ত রেশন কার্ড রয়েছে। শুধু তাই নয়, সরকারি এই স্কীমের সুবিধা নিতে পারবেন যে সমস্ত পুরুষদের মাসিক ইনকাম নির্দিষ্ট নয়। তারাও এই প্রকল্পের দ্বারা উপকৃত হবেন।

কীভাবে আবেদন করবেন জানুন (Know the all detail how to apply):-

এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। থাকতে হবে আধার কার্ড, ইনকাম সার্টিফিকেট এবং স্ত্রী মৃত্যুর শংসাপত্র। এই সমস্ত ডকুমেন্টস থাকলেই করা যাবে আবেদন। এর জন্য প্রথমে আবেদনকারীকে যেতে হবে- State Social welfare website-এর অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে গিয়ে সরাসরি ক্লিক করতে হবে New widow men scheme-প্রকল্পে। তারপর যদি না হয় তাহলে যোগাযোগ করতে পারেন স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েত অফিসে (panchayat Office)।

কোন কোন রাজ্যের জন্য এই প্রকল্প চালু করছে সরকার (Men pension scheme):-

কেন্দ্রীয় সরকারের নয়া এই প্রকল্পের দ্বারা উপকৃত হবেন- পশ্চিমবঙ্গ, বিহার, তামিলনাড়ু, মহারাষ্ট্র, রাজস্থান সহ অন্যান্য রাজ্যের পুরুষরা। তাহলে আর দেরী কেন? আপনিও যদি এই স্কীমের আওতায় পড়েন তাহলে এখনি নির্দিষ্ট ওয়েবসাইটে নজর রাখুন আর নিজের নাম নথিভুক্ত করিয়ে ফেলুন। তাহলেই মিলবে মাসে মাসে কেন্দ্রীয় সরকারের এই পেনশনের সুবিধা ঘরে বসেই।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Indian Railways: এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল, জানিয়ে দিল রেল
রজস্বলা নাবালিকাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিতে ব্যর্থ ইন্ডিগো, বাবার কাতর আর্জির ভিডিয়ো ভাইরাল