ব্যাঙ্ক নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার! ভীষণ সমস্যায় পড়তে পারেন এই চার ব্যাঙ্কের গ্রাহকরা

ব্যাঙ্ক নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার! এই চার ব্যাঙ্কের গ্রাহকরা সমস্যায় পড়তে পারেন

Anulekha Kar | Published : Jul 5, 2024 5:54 AM IST

এবার আবার একত্রীকরণ হতে চলেছে চারটি ছোট ছোট ব্যাঙ্কের। ফের আরও একবার ব্যাঙ্ক একত্রীকরণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সূত্র মারফত জানা গিয়েছে, পিএসইউ ব্যঙ্কগুলির একত্রীকরণের ভাবনা চিন্তা নিয়েছেন কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রের সিদ্ধান্তে ৪টি ব্যাঙ্ক এবার এক হয়ে যাচ্ছে। পরিবর্তন আসতে চলেছে ব্যাঙ্কিং সংশোধনী আইনেও। সরকার যে চারটি পিএসইউ ব্যাঙ্ককে একত্রীকরণের পরিকল্পনা করেছে তার মধ্যে রয়েছে ইউকো ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ও পাঞ্জাব অ্যান্ড সিন্ধু ব্যাঙ্ক ও সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Latest Videos

ইউকো, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র মার্জ অন্যদিকে পাঞ্জাব অ্যান্ড সিন্ধু ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মার্জ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই একত্রীকরণের জন্যই বিশেষ প্রস্তুতি নিতে চলেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

যদিও সরকারের এই একীভূতকরণ নিয়ে সমালোচনা করেছেন বিরোধী দলগুলি। ব্যাঙ্কের কর্মচারিদের একাংশও বিরোধিতা করেছে এই নতুন নিয়মের।

Share this article
click me!

Latest Videos

থমথমে পরিবেশ জয়নগরে! কুলতলি কাণ্ডের প্রতিবাদে থানার সামনে অবস্থান বিক্ষোভ মহিষমারির জনতার! | Kultali
বড় সিদ্ধান্ত! প্রতিবাদে পুজোর উদ্বোধনে না! বাংলা লাশের রাজ্যে পরিণত হয়েছে : সুকান্ত | Jaynagar News
জয়নগরের রাক্ষসটা শেষ করেদিল মেয়েটাকে! ৭ দিনের পুলিশি হেফাজত | Jaynagar News | Bangla News |
বড়সড় বিক্ষোভ RG Kar হাসপাতালে! থ্রেট কালচারের বিরুদ্ধে বিক্ষভের আগুন জুনিয়র ডাক্তারদের | RG Kar
'কাজে ফিরছি, তবে খাবার খাব না' স্বচ্ছতা বজায় রেখে অনশনে বসলেন জুনিয়র ডাক্তাররা Kolkata Doctor News