মোবাইলের রিচার্জ বাড়তেই মাথায় বাজ! এরপর এমন নিয়ম এল যা না মানলেই জেলে যেতে হবে

Published : Jul 05, 2024, 10:39 AM ISTUpdated : Jul 05, 2024, 11:27 AM IST
Two people died due to mobile charging

সংক্ষিপ্ত

মোবাইলের রিচার্জ বাড়তেই মাথায় বাজ! এবার এমন নিয়ম এল যা না মানলেই জেলে যেতে হবে

ইতিমধ্যেই বেড়ে গিয়েছে মোবাইল রিচার্জের দাম। যার জেরে মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। এবার ফের মাথায় বাজ পড়ার মতো অবস্থা। সহজে আর পোর্ট করা যাবে না সিম কার্ড। অত্যন্ত জটিল হয়ে গেল পোর্ট করার প্রক্রিয়া। মোবাইল পোর্ট করার নতুন নিয়ম কার্যকর হয়েছে।

গত সপ্তাহে সরকারের তরফে নতুন নিয়ম আনা হয়েছে। এই নিয়ম অনুয়ায়ী কীভাবে সিম কার্ড পোর্ট করবেন তা জেনে নিতে হবে।

এতদিন পর্যন্ত নিজের নামে একাধিক সিম কার্ড তুলে রাখতে পারতেন গ্রাহক। কিন্তু এবার থেকে একজনের নামে সর্বাধিক ৯ টি সিমকার্ড রাখা যাবে। এর বেশি সিম কার্ড রাখলে জেলে যেতে হতে পারে।

এখন থেকে নতুন টেলিকমে পোর্ট করতে গেলে আগে থেকে আবেদন করতে হবে। এরপর বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। পরিচয়পত্র ছাড়াও আরও কিছু বিবরণ যাচাই করা হবে। এরপর ওয়ান টাইম পাসওয়ার্ডের মাধ্যমে সহজেই পোর্ট করা যাবে আপনার নম্বর। এরপর ৭ দিন পরে পাওয়া যাবে নতুন সিম কার্ড।

PREV
click me!

Recommended Stories

নিরাপত্তা নিয়ে আশঙ্কা, ঢাকার পর রাজশাহী-খুলনাতেও বন্ধ ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র
8th Pay Commission: অষ্টম বেতন পে কমিশনে পেনশেনভোগীদের ডিএ ও অন্যান্য সুবিধা মিলবে না? স্যতিটা কী?