এক ধাক্কায় ১০০০০ টাকা মার্চেই ঢুকবে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে, বেতন কমিশনের আগেই খুশির খবর

Published : Mar 03, 2025, 04:44 PM IST

নতুন বছরটা ভালই যাচ্ছে সরকরারি কর্মীদের। বেতন কমিশনের সুপারিশের পর এবার মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি নিয়ে ঘোষণা। মার্চেই বাড়তে পারে ডিএ। 

PREV
110
মার্চেই ডিএ বৃদ্ধি

নতুন বছরটা ভালই যাচ্ছে সরকরারি কর্মীদের। বেতন কমিশনের সুপারিশের পর এবার মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি নিয়ে ঘোষণা। মার্চেই বাড়তে পারে ডিএ।

210
হোলি বাম্পার!

গত বছরও মার্চ মাসে ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। এবারও মার্চ মাসে হোলির আগেই ডিএ ঘোষণা করা হতে পারে বলে অনুমান।

310
বুধবার মন্ত্রিসভার বৈঠক

আগামী বুধবার মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির বিষয় বড় সিদ্ধান্ত নিতে পারেন বলেও সূত্রের খবর।

410
কত শতাংশ ডিএ বৃদ্ধি

কেন্দ্রীয় সরকার সূত্রের খবর এবার সপ্তম বেতন কমিশনের অধীনে ৩ থেকে ৪ শতাংশ হারে ডিএ বাড়ান হতে পারে।

510
দুই বার ডিএ ঘোষণা

কেন্দ্রীয় সরকার সাধারণত বছরে দুইবার ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করে। জানুয়ারি আর জুলাই মাসে। তবে শেষ ডিএ বৃদ্ধি করা হয়েছিল গত বছর অক্টোবরে, দীপাবলির আগে।

610
কত টাকা বৃদ্ধি

কেন্দ্রীয় সরকার যদি ৩ থেকে ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করে তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন একধাক্কায় ১০ হাজার টাকা বাড়তে পারে।

710
বেতন অনুযায়ী বৃদ্ধি

নূন্যতম ১৮,০০০ টাকা মাসিক বেতন পাওয়া একজন সরকারি কর্মী প্রত্যেক মাসে অতিরিক্ত ৫৪০ টাকা থেকে ৭৫০ টাকা পেতে পারেন।

810
৫৩ শতাংশ হারে হিসেব

৫৩% হারে বর্তমানে ৯৫৪০ টাকা মহার্ঘ ভাতা পাচ্ছেন। তিন থেকে চার শতাংশ বাড়ান হলে বেতনের সঙ্গে প্রায় ১০,০৮০ টাকা কিংবা ১০,২৯০ টাকা হয়ে যেতে পারে।

910
প্রাপকের সংখ্যা

কেন্দ্রীয় সরকারি কর্মীর সংখ্যা প্রায় ৫০ লক্ষ। অবসরপ্রাপ্ত কর্মীর সংখ্যা ৬৫ লক্ষ। অর্থাৎ উপকৃত হবেন ১ কোটির বেশি মানুষ।

1010
রাজ্যের ডিএ নিয়ে মন খারাপ

এই রাজ্যের সরকার বাজেটে ৩ শতাংশ হারে ডিএ ঘোষণা করেছে। যা নিয়ে মন খারাপ সরকার কর্মীদের। কারণ তাঁরা কেন্দ্রের হারে ডিএ দাবি করে আসছেন দীর্ঘ দিন ধরেই।

click me!

Recommended Stories