মার্চে মিলবে একটানা ছুটি! মাইনে না বাড়লেও সরকারি কর্মীদের পোয়া বারো, দেখে নিন তালিকা

Published : Mar 03, 2025, 02:40 PM IST

সরকারি কর্মীদের জন্য দারুন একটি সুখবর। নতুন মাস পড়তে না পড়তেই সামনে এসেছে ছুটির তালিকা (Government Holiday)। রবিবারের সাপ্তাহিক ছুটি বাদে আর কোন কোন বন্ধ থাকবে স্কুল, কলেজ, অফিস? ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই হলিডে লিস্ট (Holiday List)।

PREV
110

প্রত্যেক মাসেই নির্দিষ্ট কিছু দিনে ছুটি পান ছাত্রছাত্রী থেকে শুরু করে সরকারি, বেসরকারি কর্মীরা। চলতি মাসেও এর অন্যথা হবে না।

210

এই মাসেও মিলবে একাধিক ছুটি। কারণে মার্চেই রয়েছে দোল, হোলি সহ বেশ কয়েকটি উৎসব।

310

এছাড়া মাঝে রবিবার থাকায় একটানা ছুটিও পাওয়া যাবে। ফলে সেই সময় কাছেপিঠে কোনও জায়গা থেকে ঘুরেও আসার সুযোগ রয়েছে।

410

এই বছর দোল পড়েছে ১৩ মার্চ (বৃহস্পতিবার)। এরপরের দিন তথা ১৪ মার্চ (শুক্রবার) হোলি।

510

দোল, হোলির পরপর দু’দিন ছুটির পর মিলতে পারে আরও দু’দিনের ছুটি (Government Holiday)।

610

বহু অফিসে রবিবারের সাপ্তাহিক ছুটির পাশাপাশি শনিবার করেও ছুটি দেওয়া হয়। ফলে সেখানকার কর্মীরা একটানা ৪ দিন ছুটি পাবেন।

710

সেই সময়টা তাঁরা চাইলে কাছেপিঠে কোনও ছোটখাটো ট্রিপ সেরে ফেলতে পারেন।

810

এরপর আগামী ২৮ মার্চ জামাত উল বিদার (শুক্রবার) জন্য ছুটি থাকবে। এরপর ৩১ মার্চ (সোমবার) ও ১ এপ্রিল (মঙ্গলবার) রয়েছে ঈদের ছুটি।

910

এখানেও একটানা ছুটি পাবেন পড়ুয়া, সরকারি কর্মী (Government Employees) সহ বহু চাকরিজীবীরা। কারণ ৩০ মার্চ রবিবার পড়েছে।

1010

সেদিনের সাপ্তাহিক ছুটির পর রয়েছে ঈদের দু’দিনের ছুটি। ফলে টানা ৩ দিন ছুটির মুডে থাকবেন তাঁরা।

click me!

Recommended Stories