জানুয়ারিতেই ২% DA বৃদ্ধি! এবার কি বড় সুখবর পেতে চলেছেন সরকারি কর্মীরা

Published : Jan 11, 2026, 10:01 PM IST

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য কেন্দ্রীয় সরকার সাধারণত বছরে দুইবার ডিএ ও ডিআর ঘোষণা করে থাকে। সাধারণত জানুয়ারি আর জুলাই মাসে ঘোষণা করা হয়। সেই অনুযায়ী নতুন বছরের প্রথম মাসেই সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হতে পারে। 

PREV
15
জানুয়ারিতেই DA ঘোষণা!

সরকারি কর্মীদের জন্য ২০২৬ একটি অনবদ্য বছর হতে পারে। কারণ এই বছর থেকেই লাগু হতে পারে অষ্টম বেতন কমিশন। তবে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, অষ্টম বেতন কমিশনে মূল বেতনের সঙ্গে DA, DR অর্থাৎ মহার্ঘ ভাতা আর মহার্ঘ ত্রাণ মিলিত হয়ে যাবে - এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মীরা পৃথক ভাবে ডিএ আর অবসরপ্রাপ্তরা পৃথক ডিআর পাবেন। সেইগুলি জানুয়ারিতেই ঘোষণা করা হতে পারে।

25
বছরে ২বার DA

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য কেন্দ্রীয় সরকার সাধারণত বছরে দুইবার ডিএ ও ডিআর ঘোষণা করে থাকে। সাধারণত জানুয়ারি আর জুলাই মাসে ঘোষণা করা হয়। সেই অনুযায়ী নতুন বছরের প্রথম মাসেই সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হতে পারে। তেমনই আশায় দিন গুণছেন সরকারি কর্মীরা।

35
২% DA বৃদ্ধি!

একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকার জানুয়ারি মাসে সরকারি কর্মীদের ডিএ ২% বাড়তে পারে প্রদান করা হবে বকেয়াও। বকেয়া এরিয়ার সম্ভবত ১ জানুয়ারি, ২০২৬ থেকে গণনা করা হবে। তবে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে এখনও কিছুই বলেনি।

45
অষ্টম বেতন কমিশন

অষ্টম বেতন কমিশন এখনও লাগু হয়নি। কিন্তু লাগু হলে তা জানুয়ারি ২০২৬ সাল থেকেই হওয়ার কথা। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির জন্য এখনও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

55
বর্তমান ডিএ

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৫% হারে ডিএ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা একই হারে ডিআর পাচ্ছেন। কেন্দ্রীয় সরকার AICPI সূচকের ওপর ভিত্তি করে ডিএ নির্ধারণ করে। তাই জানুয়ারি মাসে যদি কেন্দ্রীয় সরকারি ডিএ বৃদ্ধি করে তার নূন্যতম ২ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করবে।

Read more Photos on
click me!

Recommended Stories