সরকারি কর্মীদের জন্য ২০২৬ একটি অনবদ্য বছর হতে পারে। কারণ এই বছর থেকেই লাগু হতে পারে অষ্টম বেতন কমিশন। তবে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, অষ্টম বেতন কমিশনে মূল বেতনের সঙ্গে DA, DR অর্থাৎ মহার্ঘ ভাতা আর মহার্ঘ ত্রাণ মিলিত হয়ে যাবে - এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মীরা পৃথক ভাবে ডিএ আর অবসরপ্রাপ্তরা পৃথক ডিআর পাবেন। সেইগুলি জানুয়ারিতেই ঘোষণা করা হতে পারে।