যোগীর আসন টলোমলো? উত্তরপ্রদেশে নিয়োগ করা হতে পারে তৃতীয় উপমুখ্যমন্ত্রী

Published : Jan 11, 2026, 07:15 PM IST

গত তিনটি নির্বাচনে BJPর নৌকা সফলভাবে পর এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আসন টলোমলো! তেমনই শোনা যাচ্ছে বিজেপির অন্দরে। নিয়োগ করা হতে পারে তৃতীয় উপমুখ্যমন্ত্রী। 

PREV
15
উত্তরপ্রদেশের ভোট

আগামী বছর, অর্থাৎ ২০২৭ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। ভারতের সবথেকে বড় রাজ্য়। বিজেপির বড় ঘাঁটিগুলির মধ্যে একটি হল উত্তরপ্রদেশ। গত তিনটি নির্বাচনের পর এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আসন টলোমলো! তেমনই শোনা যাচ্ছে বিজেপির অন্দরে।

25
যোগীকে নিয়ে গুঞ্জন

বিজেপির অন্দরের খবর, এমনিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভাসাভাসা সম্পর্ক রয়েছে যোগী আদিত্যনাথের। অন্যদিকে যোগী আদিত্যনাথ মোদীর পরেই সবথেকে জনপ্রিয় নেতা। তিনি মোদীর একজন প্রতিপক্ষও বটে। তাই এবার বিজেপির শীর্ষ নেতৃত্ব যোগীর আরও একজন সহকারী নিয়োগ করতে চলেছে। তেমনই বলছে বিজেপির একটি সূত্র।

35
৩ উপমুখ্যমন্ত্রী!

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিমধ্যেই তাঁর দুই সহকারী অর্থাৎ দুই উপমুখ্যমন্ত্রী রয়েছে। এবার আরও একজন উপমুখ্যমন্ত্রী নিয়োগ করা হতে পারে বলেও সূত্রের খবর। ইতিমধ্যেই মোদী-অমিত শাহের সঙ্গে যোগী আদিত্যনাথ বৈঠক করেছে। সেখানে মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে কথাও হয়েছে। আগামী দিনে মন্ত্রিসভা সম্প্রসারণেই যোগী পেতে পারেন তৃতীয় উপমুখ্যমন্ত্রী।

45
SIR-গোরো

উত্তরপ্রদেশে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন। SIRএর প্রথম খসড়া তালিকা থেকে প্রায় ৩ কোটি মানুষের নাম বাদ গিয়েছে। তাতে গেরুয়া শিবিরে একটা অস্বস্তিকর জায়গা তৈরি হয়েছে। বিজেপির শক্তিশালী এলাকাগুলি তেকেই বেশি নাম বাদ গিয়েছে। তাই ড্য়ামেজ কন্ট্রোলেই তৃতীয় উপমুখ্যমন্ত্রী নিয়োগ করতে পারে গেরুয়া শিবির।

55
লোকসভা নির্বাচন থেকে শিক্ষা!

২০২৪ সালে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে রীতিমত ধরায়াসী হয়েছিল বিজেপি। এগিয়ে গিয়েছিল সমাজবাদী পার্টি আর কংগ্রেসের জোট। আগামী দিনে বিধানসভা সভা নির্বাচনে যাতে উত্তরপ্রদেশ বিজেপির দখলে থাকে তার জন্য এখন থেকেই আঁটঘাঁট বেধে পথে নামছে গেরুয়া শিবির।

Read more Photos on
click me!

Recommended Stories