পদ্ম ভারতের জাতীয় ফুল নয়। শুধু পদ্ম কেন, আসলে ভারতের কোনও জাতীয় ফুলই নেই। রাজ্যসভায় এ কথা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকারই। ফলে আপনি যদি এতদিন পদ্মকেই ভারতের জাতীয় ফুল হিসেবে জেনে থাকেন, তাহলে আপনি সম্পূর্ণ ভুল। কারণ পদ্মকে নাকি কখনওই জাতীয় ফুলের তকমা দেয়নি কেন্দ্রীয় সরকার।
একটি প্রশ্নের পরিপ্রেক্ষিতেই এ দিন রাজ্যসভায় এ কথা জানিয়ে দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। যদিও তিনি জানিয়েছেন, ভারতের জাতীয় পশু এবং পাখি যথাক্রমে বাঘ এবং ময়ূর।
আরও পড়ুন- বিরাটদের ম্যাচ দেখতে সংসদ বানচাল, কংগ্রেস- তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
আরটিআই নিয়ে কাজ করা লখনউয়ের এক সমাজকর্মী বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে ভারতের জাতীয় ফুল নিয়ে প্রশ্ন করেছিলেন। ঐশ্বর্য পরাশর নামে ওই সমাজকর্মী জানতে চেয়েছিলেন, পদ্মই ভারতের জাতীয় ফুল কি না। সেই প্রশ্ন কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে দিয়েছিল বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।
এর জবাবেই মন্ত্রী জানান, 'ভারতের পরিবশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রক ২০১১ সালে বাঘ এবং ময়ূরকে দেশের জায়ীয় পশু এবং জাতীয় পাখি হিসেবে চিহ্নিত করে বিজ্ঞপ্তি জারি করেছিল। যদিও পদ্ম ফুল নিয়ে এই ধরনের কোনও বিজ্ঞপ্তিই কখনও জারি করেনি সরকার।