পদ্ম ভারতের জাতীয় ফুল নয়, জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার

Published : Jul 10, 2019, 06:02 PM IST
পদ্ম ভারতের জাতীয় ফুল নয়, জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার

সংক্ষিপ্ত

পদ্ম ভারতের জাতীয় ফুল নয় রাজ্যসভায় জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ভারতের কোনও জাতীয় ফুলই নেই বাঘ এবং ময়ুর ভারতের জাতীয় পশু এবং পাখি, জানালেন মন্ত্রী  

পদ্ম ভারতের জাতীয় ফুল নয়। শুধু পদ্ম কেন, আসলে ভারতের কোনও জাতীয় ফুলই নেই। রাজ্যসভায় এ কথা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকারই। ফলে আপনি যদি এতদিন পদ্মকেই ভারতের জাতীয় ফুল হিসেবে জেনে থাকেন, তাহলে আপনি সম্পূর্ণ ভুল। কারণ পদ্মকে নাকি কখনওই জাতীয় ফুলের তকমা দেয়নি কেন্দ্রীয় সরকার। 

একটি প্রশ্নের পরিপ্রেক্ষিতেই এ দিন রাজ্যসভায় এ কথা জানিয়ে দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। যদিও তিনি জানিয়েছেন, ভারতের জাতীয় পশু এবং পাখি যথাক্রমে বাঘ এবং ময়ূর। 

আরও পড়ুন- বিরাটদের ম্যাচ দেখতে সংসদ বানচাল, কংগ্রেস- তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

আরটিআই নিয়ে কাজ করা লখনউয়ের এক সমাজকর্মী বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে ভারতের জাতীয় ফুল নিয়ে প্রশ্ন করেছিলেন। ঐশ্বর্য পরাশর নামে ওই সমাজকর্মী জানতে চেয়েছিলেন, পদ্মই ভারতের জাতীয় ফুল কি না। সেই প্রশ্ন কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে দিয়েছিল বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। 

এর জবাবেই মন্ত্রী জানান, 'ভারতের পরিবশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রক ২০১১ সালে বাঘ এবং ময়ূরকে দেশের জায়ীয় পশু এবং জাতীয় পাখি হিসেবে চিহ্নিত করে বিজ্ঞপ্তি জারি করেছিল। যদিও পদ্ম ফুল নিয়ে এই ধরনের কোনও বিজ্ঞপ্তিই কখনও জারি করেনি সরকার। 
 

PREV
click me!

Recommended Stories

'হিন্দু রেট অফ গ্রোথ'! ভারতের ডিজিপি বাড়তেই হিন্দুদের অপমান নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে পেনশন ও ডিএ নিয়ে নতুন মোড়! এক কোটি পরিবারকে স্বস্তি দিয়ে সরকার দিল বড় আপডেট