শুধু ডিএ বৃদ্ধি নয়, এবার সরকারি কর্মীদের জন্য বরাদ্দ হচ্ছে অতিরিক্তি ৪২ দিনের লম্ব ছুটি

Published : Apr 06, 2025, 03:33 PM IST

DA and Leave: সরকারি কর্মীদের জন্য সুখবর! সম্প্রতি মহার্ঘ ভাতা বা ডিএ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তারপরই প্রকাশ করা হয়েছে লম্বা ছুটির তালিকা। 

PREV
110
সরকারি কর্মীদের সুখবর

সরকারি কর্মীদের জন্য সুখবর! সম্প্রতি মহার্ঘ ভাতা বা ডিএ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তারপরই প্রকাশ করা হয়েছে লম্বা ছুটির তালিকা।

210
২% ডিএ বৃদ্ধি

সম্প্রতি কেন্দ্রীয় সরকার কেন্দ্রের সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশনের অধীনে ২% হারে ডিএ বৃদ্ধি করেছে। যা কার্যকর এপ্রিল মাস থেকেই।

310
তারসঙ্গে অতিরিক্ত ছুটি

কেন্দ্রীয় সরকার সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত ৪২ দিনের ছুটি ঘোষণ করেছে। কিন্তু কেন এই সিদ্ধন্ত।

410
ছুটি নিয়ে জল্পনা

কেন্দ্রীয় সরকারের এই ৪২ দিন ছুটি ঘোষণা, যা নিয়ে জল্পনা শুরু হয়েছে। অনেকেই জানতে চাইছেন এই ঘটনা সত্যি না মিথ্যা।

510
সরকারি সূত্রের খবর

সরকারি সূত্রে জানা গেছে, এই ছুটি বিশেষ পরিস্থিতি বা উৎসবের জন্য নির্ধারিত হতে পারে। তবে এটি সরকারি ক্যালেন্ডারে সাধারণ ছুটির সঙ্গে যুক্ত নয়।

610
ছুটির উদ্দেশ্যে

একটি সূত্রের খবর এটি কর্মীদের কাজের চাপ কমাতে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য একটি পদক্ষেপ হতে পারে।

710
ঘোষণাকে স্বাগত

কেন্দ্রীয় সরকারি কর্মীরা অতিরিক্ত ছুটির কথা ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তাদের কথায় কাজের প্রতি উৎসহ বাড়বে।

810
ডিএ বাড়বে

সরকারি কর্মীদের একাংশের কথা অনুযায়ী আগামী দিনে ডিএ আবরও বাড়বে। মুদ্রাস্ফীতি বাড়লে ডিএ বাড়াতে হবে কেন্দ্রীয় সরকারকে।

910
ডিএ বৃদ্ধি

কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধি করায় । এটাই চলতি বছর প্রথম ডিএ। মার্চ মাসের শেষে ঘোষণা করা হয়েছে।

1010
বেতন বৃদ্ধি

২% ডিএ বৃদ্ধির কারণে যদি কোনও সরকারি কর্মীরা বেসিক হয় ৫০০০০ টাকা তাহলে তাঁর ডিএ বা মহার্ঘ ভাতা হবে ১০০০ টাকা।

Read more Photos on
click me!

Recommended Stories