মহাকাশে কেটে গেল এক বছর, কেমন আছে চন্দ্রযান-২ - কী জানালো ইসরো

দেখতে দেখতে কেটে গেল একটা বছর

ঠিক এক বছর আগেই যাত্রা শুরু করেছিল চন্দ্রযান-২

ল্যান্ডিং-এ সফল না হলেও আংশিক সফল হয়েছিল অভিযান

একবছর পর মহাকাশে কেমন আছে চন্দ্রযান-২

 

দেখতে দেখতে কেটে গেল একটা বছর। ২০১৯ সালের ২২ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল চন্দ্রযান-২, অর্থাৎ ভারতের দ্বিতীয় চন্দ্র অভিযান। বাহুবলী নামে পরিচিত দারুণ শক্তিশালী জিএসএলভি মার্ক ৩ রকেট-এর সাহায্যে কাটিয়েছিল মাধ্যাকর্ষণের বাধা। দেশের মগাকাশ চর্চার এমন এক ঐতিহাসিক দিনের এক বছর পূর্তির ঠিক আগের দিন, মঙ্গলবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, চন্দ্রযানের অরবাইটরের সমস্ত পে-লোডগুলি খুব ভালো কাজ করছে।

ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে অভিযানের পরিকল্পনা অনুযায়ী চাঁদের পৃষ্ঠতল ও মেরু অঞ্চলের বিশদ মানচিত্র তৈরি করা হচ্ছে। চন্দ্রযান-২ এর পে-লোড-এর মাধ্যমে চাঁদের মেরু অঞ্চলগুলিতে জল বা বরফের উপস্থিতি, খনিজ সম্পর্কে এক্স-রে ভিত্তিক এবং ইনফ্রারেড ভিত্তিক তথ্য এবং মধ্য এবং উচ্চ অক্ষাংশে আর্গন-৪০ গ্যাসের উপস্থিতি সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তার ভিত্তিতে তৈরি হচ্ছে বিভিন্ন প্যারামিটার। অরবিটার হাই রেজোলিউশন ক্যামেরা বা ওএইচআরসি-র মাধ্যমে চাঁদের কক্ষপথ থেকে প্রায় ১০৫৬ বর্গ কিমি এলাকার ২২ টি ছবি তোলা হয়েছে। ভবিষ্যতের অভিযানের ক্ষেত্রে উপযুক্ত ল্যান্ডিং সাইট খোঁজার কাজও চলছে চন্দ্রযান-২'এর অরবাইটরের মাধ্যমে।

Latest Videos

ইসরো আরও জানিয়েছে চন্দ্রায়ণ-২'এর বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা থেকে প্রাপ্ত প্রধান প্রধান তথ্যগুলির প্রতিবেদন, ২০২০ সালের মার্চ মাসে বার্ষিক অ্যানুয়াল লুনার প্ল্যানেটরি সায়েন্স কনফারেন্সে প্রকাশ করা হবে বলে পরিকল্পনা করা হয়েছিল। কোভিড-১৯ এর কারণে সেই সম্মেলন বাতিল করা হয়েছে। পরিপর্তিত পরিস্থিতিতে চন্দ্রায়ণ-২ থেকে প্রাপ্ত বৈজ্ঞানিক তথ্যাবলী প্রকাশ করা হবে ২০২০ সালের অক্টোবর  মাসে।

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
'কলকাতার ম্যাডাম আমাকে হারাতে সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছে' নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর
শ্মশান কালী মন্দিরে হামলা! মূর্তি ভাঙচুরে চাঞ্চল্য বারসাদভিটায়, দেখুন | Barsadbhita News Today
ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today