চন্দ্রযান-২'এর পিছনে কত খরচা হল, সংসদে অভিযানের ফিরিস্তি দিল কেন্দ্র

  • সংসদের শীতকালীন অধিবেশনে উঠলল চন্দ্রযান-২'র কথা
  • প্রশ্ন করা হয়েছিল খরচ সাপেক্ষে লক্ষ্যে কতটা সফল চন্দ্রযান-২
  • তার লিখিত জবাব দিল কেন্দ্র
  • তার মাধ্যমেই চন্দ্রযান-২ অভিযানে মোট কত খরচ হয়েছে তা জানা গিয়েছে

বুধবার সংসদের শীতকালীন অধিবেশনে লিখিতভাবে চন্দ্রযান-২ অভিয়ান সম্পর্কে জানালো কেন্দ্র। চন্দ্রযান-২ অভিযান খরচ সাপেক্ষে কতটা সফল, সেই প্রশ্ন উঠেছিল। তাতে কেন্দ্রীয় সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, চন্দ্রযান-২'এর অভিযানে খরচ হয়েছে ৬০৩ কোটি টাকা। আর এক উৎক্ষেপননের পিছনে খরচ পড়েছে ৩৬৭ কোটি টাকা। অর্থাৎ সব মিলিয়ে এই প্রকল্পের পিছনে খরচ হয়েছে ৯৭০ কোটি টাকা।

জিতেন্দ্রর সিং জানান, চন্দ্রযান-২ একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি। এর তিনটি অংশ হল - অরবাইটর, ল্যান্ডার এবং রোভার। দেশীয় প্রযুক্তিরই জিএসএলভি মার্ক থ্রি এম-১ রকেটের মাধ্যমে মহাশূন্যে পাঠানো হয় চন্দ্রযানকে। একমাত্র বিক্রমের ল্যান্ডিং-এর শেষ কয়েক মুহূর্ত ছাড়া চন্দ্রযান-২ মিশন তার সব লক্ষ্যই পূর্ণ করেছে।

Latest Videos

কেন সফ্ট ল্যান্ড করতে ব্যর্থ হল ল্যান্ডার বিক্রম? জিতেন্দ্র সিং জানিয়েছেন, অবতরণের সময় প্রথম পর্যায় অর্থাৎ রাফ ব্রেকিং-এর সময় প্রত্যাশিতভাবেই বেগ কমেছিল ল্যান্ডার বিক্রমের। কিন্তু পরের ধাপে অর্থাৎ ফাইন ব্রেকিং-এর সময় আচমকা কোনও কারণে দ্রুত গতিবেগ কমে যায় ল্যান্ডার-এর। তাতেই প্রত্যাশিত পথে থাকেনি বিক্রম। নির্ধারিত ল্যান্ডিং এলাকার ৫০০ মিটারের মধ্যে এক জায়গায় আছড়ে পড়ে।

 

Share this article
click me!

Latest Videos

মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
নওশাদ সিদ্দিকীকে জঙ্গি আখ্যা Saokat Molla-র, পাল্টা বড় পদক্ষেপ Naushad Siddiqui-র
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News