চন্দ্রযান-২'এর পিছনে কত খরচা হল, সংসদে অভিযানের ফিরিস্তি দিল কেন্দ্র

Published : Nov 21, 2019, 12:44 AM IST
চন্দ্রযান-২'এর পিছনে কত খরচা হল, সংসদে অভিযানের ফিরিস্তি দিল কেন্দ্র

সংক্ষিপ্ত

সংসদের শীতকালীন অধিবেশনে উঠলল চন্দ্রযান-২'র কথা প্রশ্ন করা হয়েছিল খরচ সাপেক্ষে লক্ষ্যে কতটা সফল চন্দ্রযান-২ তার লিখিত জবাব দিল কেন্দ্র তার মাধ্যমেই চন্দ্রযান-২ অভিযানে মোট কত খরচ হয়েছে তা জানা গিয়েছে

বুধবার সংসদের শীতকালীন অধিবেশনে লিখিতভাবে চন্দ্রযান-২ অভিয়ান সম্পর্কে জানালো কেন্দ্র। চন্দ্রযান-২ অভিযান খরচ সাপেক্ষে কতটা সফল, সেই প্রশ্ন উঠেছিল। তাতে কেন্দ্রীয় সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, চন্দ্রযান-২'এর অভিযানে খরচ হয়েছে ৬০৩ কোটি টাকা। আর এক উৎক্ষেপননের পিছনে খরচ পড়েছে ৩৬৭ কোটি টাকা। অর্থাৎ সব মিলিয়ে এই প্রকল্পের পিছনে খরচ হয়েছে ৯৭০ কোটি টাকা।

জিতেন্দ্রর সিং জানান, চন্দ্রযান-২ একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি। এর তিনটি অংশ হল - অরবাইটর, ল্যান্ডার এবং রোভার। দেশীয় প্রযুক্তিরই জিএসএলভি মার্ক থ্রি এম-১ রকেটের মাধ্যমে মহাশূন্যে পাঠানো হয় চন্দ্রযানকে। একমাত্র বিক্রমের ল্যান্ডিং-এর শেষ কয়েক মুহূর্ত ছাড়া চন্দ্রযান-২ মিশন তার সব লক্ষ্যই পূর্ণ করেছে।

কেন সফ্ট ল্যান্ড করতে ব্যর্থ হল ল্যান্ডার বিক্রম? জিতেন্দ্র সিং জানিয়েছেন, অবতরণের সময় প্রথম পর্যায় অর্থাৎ রাফ ব্রেকিং-এর সময় প্রত্যাশিতভাবেই বেগ কমেছিল ল্যান্ডার বিক্রমের। কিন্তু পরের ধাপে অর্থাৎ ফাইন ব্রেকিং-এর সময় আচমকা কোনও কারণে দ্রুত গতিবেগ কমে যায় ল্যান্ডার-এর। তাতেই প্রত্যাশিত পথে থাকেনি বিক্রম। নির্ধারিত ল্যান্ডিং এলাকার ৫০০ মিটারের মধ্যে এক জায়গায় আছড়ে পড়ে।

 

PREV
click me!

Recommended Stories

বিজেপির নতুন কার্যকরী সভাপতি নিতিন নবীন, জানুন সর্বকনিষ্ঠ সভাপতির বর্ণময় উত্থান
গোয়ায় দ্বিতীয় MH 60R হেলিকপ্টার স্কোয়াড্রন চালু করবে ভারতীয় নৌবাহিনী