বহুক্ষণ ধরে ব্যাহত চ্যাটজিপিটি পরিষেবা! ভারতের নির্বাচন গণনা প্রভাবিত করার চেষ্টা চলছে? উঠে এল চাঞ্চল্যকর রিপোর্ট
বেশ কিছুক্ষণ বন্ধ ছিল ওপেন এআই ভাইরাল জেনেরেটিভ এই চ্যাটবোট চ্যাটজিপিটির পরিষেবা। অর্থাৎ ডাউন ছিল চ্যাটজিপিটির পরিষেবা। ভারতের নির্বাচনের ফলাফলকে প্রাভাবিত করতেই নাকি এআই দিয়ে একটি গোপন অভিযান চালান হচ্ছিল। এমনই জানা গিয়েছে ওপেন এই-এর এক প্রতিবেদনে।
বিশ্ব জুড়ে বহু মানুষের এই পরিষেবা ব্যবহারে সমস্যা হচ্ছিল। এই টুলটি ব্যবহার করতে পারছিলেন না বহু মানুষ। এই নিয়ে সামাজিক মাধ্যমেও অভিযোগ করেন অনেকে। কিন্তু এর পিছনে প্রধান কারণ কী জানেন?
ওপেনএআইয়ের অনুযায়ী, এআই মডেল ব্যবহারের মাধ্যমে ভারতীয় নির্বাচনকে প্রভাবিত করার প্রচেষ্টা চলছিল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার মাত্র চার দিন আগেই এই তথ্য পাওয়া গিয়েছে।
ভারতীয় নির্বাচনে প্রভাব ফেলতেই চেষ্টা চালান হচ্ছিল বলে জানা গিয়েছে একটি রিপোর্টে।, যা ইস্রায়েলের একটি রাজনৈতিক প্রচার পরিচালন সংস্থা এসটিওআইসি দ্বারা পরিচালিত হয়েছিল বলে জানা গিয়েছে।
ওপেনএআইয়ের ওই প্রতিবেদনে ভারতে নির্বাচনে জনমতকে প্রভাবিত করা বা রাজনৈতিক ফলাফলকে প্রভাবিত করার জন্য এআই ব্যবহার করে একটি গোপন অভিযান চালান হয়েছে বলে জানা গিয়েছে।