Food List: দম বিরিয়ানি থেকে রাজস্থানী মটকা কুলপি, মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের পর জেপি নাড্ডার বাড়িতে বিশাল ভোজ

Published : Jun 09, 2024, 07:33 PM IST
indian food

সংক্ষিপ্ত

বিশালভোজ সভার আয়োজন করেছেন বিজেপির সর্বভারতীয় সাংসদ জেপি নাড্ডা। জেপি নাড্ডার বাড়িতেই আয়োজন করা হয়েছে এই বিশাল ভোজের। 

রবিবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। তারপরই বিশালভোজ সভার আয়োজন করেছেন বিজেপির সর্বভারতীয় সাংসদ জেপি নাড্ডা। জেপি নাড্ডার বাড়িতেই আয়োজন করা হয়েছে এই বিশাল ভোজের। সেখানে নিমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা। পাশাপাশি আমন্ত্রণ জানান হয়েছে এনডিএ জোটের নব নির্বাচিত সাংসদেরও। সেখানে জোটের সব দলের সাংসদের পাশাপলাশি বিজেপির সব সাংসদ উপস্থিত থাকার কথা রয়েছে। জেপি নাড্ডার এই ভোজসভার খাবারের তালিকা প্রকাশ্যে এসেছে। তালিকায় রয়েছে নিরামিষ আমিষ খাবারের লম্বা তালিকায়। রয়েছেন নানা ধরনের আইসক্রিম।

জুস আর সরবত-

জেপি নাড্ডার বাড়ির মেনুতে রয়েছে, গ্রীষ্মকালীন বিশেষ খাবার। তালিকায় রয়েছে সুস্বাদু জুস ও শেক। যারমধ্যে রয়েছে স্টাফড লিচু, মটকা কুলফি, ম্যাঙ্গো ক্রিম আর নানা ধরনের রাইতা।

মূল খাবার-

জেপি নাড্ডার বাড়ির ভোজের মেনকোর্সে রয়েছে বাহারি পদ। সেখানে রয়েছে, রাজস্থানী বিশেষ করে যোধপুরি সবজি, ডাল, দম বিরিয়ানি, পাঁচ ধরনের রুটিও থাকবে। আটা, ময়দার পাশাপাশি জব বা মিলিটের তৈরি রুটি। রাজস্থানী খাবারের পাশাপাশি থাকবে পঞ্জাবি খাবারের কাউন্টার। খাবারের তালিায় রয়েছে দম বিরিয়ানি আর খিচুড়িও।

শেষপাতে-

জেপি নাড্ডার বাডির ভোজসভার শেষপাতে থাকবে আট রকম মিষ্টি। তালিকায় রয়েছে, রসমালাই, ছানার মিষ্টি, রাজস্থানের বিখ্যাত ঘেওয়ার। চার রকমের ঘেওয়ার থাকছে। ঢালাও চা আর কফির ব্যবস্থা থাকছে জেপি নাড্ডার বাড়িতে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর নিজের বাসভবনে চা-চক্রের আয়োজন করেছিলেন। সেখানে যারা উপস্থিত ছিলেন তাঁরাই মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?
যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি