Ram Mandir: রাতের অন্ধকারে অযোধ্যার রাম মন্দিরের 'মায়াবী' রূপ, দেখুন ভাইরাল হওয়া ছবিতে

অযোধ্যা রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন এগিয়ে আসতে। প্রস্তুতি জোরদার শুরু হয়ে গেছে। এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রাম মন্দিরের রাতের অন্ধকারের বেশকিছু বর্ণাঢ্য ছবি।

 

Saborni Mitra | Published : Jan 8, 2024 11:25 AM IST / Updated: Jan 08 2024, 05:32 PM IST
18
অযোধ্যা রাম মন্দির

রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট সোমবার সোশ্যাল মিডিয়ায় রাম মন্দিরের দুর্দান্ত চারটি ছবি শেয়ার করেছে। যেখানে রাতের অন্ধকারে মন্দিরের বর্ণাঢ্য ছবি ফুটে উঠেছে।

28
রাম মন্দিরের বর্ণাঢ্য ছবি

রাম মন্দিরের রাতের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা মন কেড়ে নিয়েছিল ভক্তদের।

38
আলো-আঁধারিতে রাম মন্দির

আলো দিয়ে সাজানো হয়েছে গোটা মন্দির। যাতে রাতের বেলায় ফুটে উঠেছে অদ্ভূত দৃশ্যপট। প্রতিটি মূর্তিও সুন্দর করে আলো দিয়ে সাজান হয়েছে।

48
প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২২ জানুয়ারি অযোধ্যা রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেবেন। তার হাতেই হবে অভিষেক অনুষ্ঠা

58
বিশাল রাম মন্দির

ঐতিহ্যবাহী নাগারা শৈলীতে তৈরি হয়েছে রাম মন্দির কমপ্লেক্সটি। এর দৈর্ঘ্য ৩৮০ ফুট। প্রস্থ ২৫০ ফুট। উচ্চতা ১৬১ ফুট।

68
মন্দির কাঠামো

মন্দিরের ভিত প্রায় ২০ ফুট উঁচু। ৩৯২টি স্তম্ভ বা থাম থাকবে। ৪৪টি সুসজ্জিত গেট রয়েছে। গোটা মন্দির কমপ্লেক্স সুন্দর করে সাজান রয়েছে। লাগান হয়েছে প্রচুর গাছ।

78
অভিষেক অনুষ্ঠান

মন্দির ট্রাস্টের অভিষেক অনুষ্ঠানে অতিথির সংখ্যা ৭ হাজার। তালিকায় রয়েছে ন শচীন টেন্ডুলকার এবং বিরাট কোহলি, বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন, মুকেশ অম্বানি ও গৌতম আদানিও রয়েছে।

88
আগামী ডিসেম্বরে কাজ শেষ

অযোধ্যায় তিনতলা বিশিষ্ট রাম মন্দির নির্মাণের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন মন্দির নির্মাণ কমিটির চেয়ারপারসন।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos