কোটিপতি রাজনাথ সিংএর সম্পত্তি দেখুন, প্রতিরক্ষামন্ত্রীর অস্ত্রের সম্ভারও চমকে দেওয়ার মত

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, লক্ষ্মৌ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। নির্বাচনী হলফনামা অনুযায়ী কয়েক কোটি টাকার মালিক তিনি।

 

Saborni Mitra | Published : May 17, 2024 2:58 PM IST
110
রাজনাথ সিং

লক্ষ্মৌ লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী। দেশের প্রতিরক্ষা মন্ত্রী। দীর্ঘ দিন সংসদীয় গণতন্ত্রের সঙ্গে যুক্ত। অটল বিহারীর মন্ত্রিসভার সদস্য ছিলেন ৭২ বছরের রাজনাথ।

210
রাজনাথের সোশ্যাল মিডিয়া-

ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ায় রীতিমত সক্রিয় রাজনাথ সিং। তাঁর একটি ইউটিউব চ্যানেলও রয়েছে।

310
নির্বাচনী হলফনামায় চমক

নির্বাচনী হলফামায় রাজনাথ সিং নিজের সম্পত্তির কথা জানিয়েছেন। তবে সেখানে সবথেকে বড় চমক হল তাঁর স্ত্রের ভান্ডার।

410
রাজনাথের অস্ত্র

নির্বাচনী হলফনামা অনুযায়ী রাজনাথ সিংএর হাতে একটি রিভালভার রয়েছে। যার ক্রয়মূল্য ১০ হাজার টাকা। একটি ডাবল ব্যারেল বন্দুক রয়েছে , যার ক্রয়মূল্য ১০ হাজার টাকা।

510
রাজনাথের স্থাবর সম্পত্তি

নির্বাচনী হলফনামা অনুযায়ী রাজনাথ সিংএর স্থাবর সম্পত্তির পরিমাণ ৩.১১ কোটি টাকার বেশি।

610
রাজনাথের অস্থাবর সম্পত্তি

নির্বাচনী হলফনামা অনুযায়ী রাজনাথ সিং-এর অস্থাবর সম্পত্তির পিরমাণ ৯০.৭১ লক্ষ টাকা।

710
সিং দম্পত্তির হাতে নগদ

নির্বাচনী হলফনামা অনুযায়ী রাজনাথ সিংএর হাতে ৭৫ হাজার টাকা ক্যাশ রয়েছে। স্ত্রীর হাতে রয়েছে ৪৫ হাজার টাকা।

810
স্ত্রীর সম্পত্তি

নির্বাচনী হলফনামা অনুযায়ী রাজনাথ সিংএর স্ত্রীর কাছে ৫২ লক্ষ টাকা মূল্যের ৭৫০ গ্রাম সোনা ও ১২.৫০ কেজি ওডনের রুপোর গয়না রয়েছে। রুপোর গয়নার মূল্য ৯.৩৭ লক্ষ টাকা।

910
রাজনাথের জমিজমা

মন্ত্রীর চান্দাউলি জেলার পাঁচটি গ্রামে ১.৪৭ কোটি মূল্যের কৃষি জমি রয়েছে। লক্ষ্মৌর গোমতীনগরে একটি বাডি রয়েছে ১ কোটি ৮৭ লক্ষ টাকার। স্ত্রীর কোনও স্থাবর সম্পত্তি নেই।

1010
রাজনাথের পড়াশুনা

১৯৭১ সালে গোরখপুর বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাশ করেছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির পুনম সিনহা ও ২০১৪ সালে কংগ্রেসের রীতা বহুগুনা যোশীকে পরাজিত করেন। ২০০৯ সালে সংসদীয় রাজনীতিতে প্রবেশ।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos