কঙ্গনা রানাউতের সম্পত্তি ৯১ কোটি টাকার, বাড়ি-গাড়ির সঙ্গে রয়েছে কোটি টাকার ঋণ

মান্ডি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কঙ্গনা রানউত। দেশের রাজনীতিতে বিতর্কিত নাম। অভিনেত্রী হিসেবেও তিনি যথেষ্ট বিতর্কিত। লোকসভা নির্বাচনের মনোনয়নে অভিনেত্রী রাজনীতিবিদ দাখিল করেছেন তাঁর সম্পত্তি।

 

Saborni Mitra | Published : May 14, 2024 9:06 PM / Updated: May 14 2024, 11:12 PM IST
110
কঙ্গনা রানাউত

বিতর্কিত সেলিব্রিটি। অভিনেত্রী হিসেবেও তিনি যেমন বিতর্কিত মন্তব্য করেছেন। রাজনীতিতে নেমেও তার ব্যাতিক্রম হয়নি। মান্ডি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী।

210
কঙ্গনার মনোনয়ন

লোকসভা নির্বাচনে মান্ডি কেন্দ্রের বিজেপি প্রার্থী। মনোনয়ন দাখিল করেছেন। সেখানেই তিনি তাঁর সম্পত্তির হিসেব দিয়েছেন। কোটি কোটি টাকার মালকিন কঙ্গনা।

310
কঙ্গনার আয়

নির্বাচনী হলফনামা অনুযায়ী কঙ্গনা ২০২২-২৩ অর্থবর্ষে মোট আয় ৪ কোটি ১২ লাখ ৯৫ হাজার ৭৭০ টাকা। যা ২০২১-২২ অর্থবর্ষে ছিল ১২ কোটি ৩০ লাখ ৯২ হাজার ১২০ টাকা আয় করেছেন।

410
কঙ্গনার হাতে নগদ

কঙ্গনা নির্বাচন কমিশনে জানিয়েছেন তাঁর হাতে নগদ রয়েছ ২ লক্ষ টাকা।

510
কঙ্গনার গ্যারাজে গাড়ি

কঙ্গনার গ্যারাজে দুটি মার্সিডিজ এবং একটি BMW গাড়ি রয়েছে। ২০০৯ সালে BMW কেনেন। যার বর্তমান দাম ৯৮ লক্ষ ২৫ হাজার টাকা। ২০২৩ সালে মার্সিডিজ মেবাখের ৩ কোটি ৯১ লক্ষ টাকার বেশি। ২০১৯ সালে কেনা মার্সিডিজ বেঞ্জের দাম ৫৮ লক্ষ ৬৫ হাজার ৭৭১ টাকা। ২০১৩ সালে একটি ভেসপা স্কুলটিও কিনেছিলেন।

610
কঙ্গনার সোনাদানা

কঙ্গনা রানাউতের কাছে ৬.৭০ কিলোগ্রাম সোনা রয়েছে। যার বাজার দল পাঁচ কোটি টাকা। একটি ৩ কোটির হিরে ও ৫০ লক্ষ টাকার রুপোর গয়নাও রয়েছে।

710
কঙ্গনার অস্থাবর সম্পত্তি

কঙ্গনার অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৮ কোটি ৭৩ লক্ষ ৪৪ হাজার ২৩৯ টাকা ৩৬ পয়সা।

810
কঙ্গনার বাড়ি

চণ্ডীগড়ে কঙ্গনার চারটি ও মুম্বইতে একটি আর মানালিতে একটি বাড়ি রয়েছে। যেগুলির বাজার দর ৫৫ লাখ, ৭৫ লাখ, ৫৮ লাখ, ৫৮ লাখ, ২১ কোটি ৭৪ লাখ ৫৬০ এবং ২ কোটি ৫০ লাখ টাকা। কঙ্গনার মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ৬২ কোটি ৯২ লক্ষ ৮৭ হাজার টাকা।

910
কঙ্গনার ঋণ দেনা

কঙ্গনার মানের ওপর ঋণ রয়েছে ১৭ কোটি ৩৮লক্ষ ৮৬ হাজার ৬৪১ টাকা।

1010
কঙ্গনার মোট সম্পত্তি

কয়েক কোটি টাকা সম্পত্তির মালিক কঙ্গনা। স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে কঙ্গনার ৯১ কোটি ৬৬ লক্ষ ৩১ হাজার ২৩৯ টাকা।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos