110

অষ্টম বেতন কমিশন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা ১৬ জানুয়ারি অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছেন।
210
উপকৃত হবে
অষ্টম বেতন কমিশন লাগু হলে উপকৃত হবেন কেন্দ্রের ৫০ লক্ষ সরকারি কর্মী আর ৬৫ লক্ষ পেনশনভোগী।
310
উপকৃত হবে প্রায় এক কোটি পরিবার
অষ্টম বেতন কমিশনের লক্ষ্য অষ্টম বেতন কমিশন লাগু করে বেতন আর ভাতার কারণে উপকৃত হবে প্রায় এক কোটি পরিবার।
410
ফিটমেন্ট ফ্যাক্টর বেস
মিডিয়া রিপোর্ট অনুযায়ী বেতন প্যানেল ১.৯২ থেকে ২.৮৬ রেঞ্জে ফিটমেন্ট ফ্যাক্টর বেস করবে। এই সুপারিশ কার্যকর হলে বেতন এক ধাক্কায় বেড়ে যাবে অনেকটা।
510
বেতন বাড়বে
২.৮৬ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলে নূন্যতম বেসিক বেতন প্রতিমাসে ১৮ হাজার টাকা থেকে বেড়ে হবে ৫১ .৪৮০ টাকা।
610
পেনশন বাড়বে
এই ফিটমেন্ট ফ্যাক্টর কর্যকর হলে নূন্যতম পেনশন ৯ হাজার টাকা থেকে বেড়ে হবে ২৫ .৭৪০ টাকা।
710
সর্বোচ্চ পেনশন
এই ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলে সর্বোচ্চ হতে পারে ১ লক্ষ টাকার ওপর।
810
অষ্টম বেতন কমিশন লাগু
অষ্টম বেতন কমিশন লাগু হওয়ার কথা রয়েছে আগামী বছর থেকে।
910
চলতি বছর ডিএ নেই
চলতি বছর এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা করেনি। তাই জল্পনা বাড়ছে অষ্টম বেতন কমিশন নিয়ে।
1010
দীর্ঘ দিনের দাবি
কেন্দ্রীয় সরকারের দীর্ঘ দিনের দাবি ছিল অষ্টম বেতন কমিশন কার্যকর করা। গত বছর দীপাবলির সময় শেষবার ডিএ বেড়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের।