শুধুমাত্র এই কার্ড থাকলেই পেয়ে যাবেন ২.৫০ লক্ষ টাকা, আবেদন করতে হবে অনলাইনে

Published : Feb 02, 2025, 03:25 PM ISTUpdated : Feb 02, 2025, 04:10 PM IST

হঠাৎ করেই খুব টাকার প্রয়োজন। তাই চিন্তা না করেই PM SVANidhi Loan Scheme-এর মাধ্যমে দ্রুত ১০ হাজার টাকা ঋণ নিতে পারেন। কিন্তু এই প্রকল্পে অনলাইনে আবেদন করতে হবে।

PREV
110
ঋণ নিতে পরে PM SVANidhi Loan Scheme

হঠাৎ করেই খুব টাকার প্রয়োজন। তাই চিন্তা না করেই PM SVANidhi Loan Scheme-এর মাধ্যমে দ্রুত ১০ হাজার টাকা ঋণ নিতে পারেন। কিন্তু এই প্রকল্পে অনলাইনে আবেদন করতে হবে।

210
ঋণ দিতে উদ্যোগ কেন্দ্রের

হঠাৎ করেই স্বল্প কিছু টাকা ঋণ নিতে হলে PM SVANidhi Loan Scheme বা পিএম স্বানিধি স্কিমের মাধ্যমে আবেদন করতেই পারেন।

310
ঋণের পরিমান

এই প্রকল্পের মাধ্যমে ২ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত লোন পাওয়া য়ায়।

410
কাদের জন্য

এই প্রকল্পটি চলু করা হয়েছে সেইসব প্রান্তিক মানুষদের জন্য যারা রাস্তায় ঠেলা গাড়ি নিয়ে ব্যবসা করেন।

510
প্রকল্প চালু

এই প্রকল্পটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা মহামারির সময় এই প্রকল্পটি চালু করেছিলেন। এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক বা ক্ষুদ্র বিক্রেতাদের দ্রুত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়।

610
নিয়মনীতি

এই প্রকল্পে প্রথম ১০ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছিল। পরে টাকার অঙ্ক কমিয়ে দেওয় হয়। কিন্তু বর্তমানে ২ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়।

710
টাকা ফেরতের নিয়ম

প্রথমবারে কিস্তিতে দেওযা সঠিক সময় ফিরিয়ে দিতে হবে। পুরো টকা শোধ করার জন্য মাত্র ১২ মাস বা এক বছর সময় দেওয়া হয়। সুদের হারও তুলনামূলকভাবে কম।

810
আবেদনের নিয়ম

লোন পাওয়ার জন্য একমাত্র উপায় হল আধারের সঙ্গে নিজের মোবাইল নম্বর ও ব্যাংক একাউন্ট থাকতে হবে।

910
আবেদন করতে হবে এখানে

আবেদন করার জন্য অনলাইনে বা কোন CSC সেন্টারে গিয়ে করা সম্ভব। এর ওপরে কত সুদ দিতে হবে সেইটা যখন লোন নেওয়া হবে সেই সময়ের ওপরে ঠিক করা হবে। যে কোন মানুষ শুধুমাত্র আধার থাকলে এই আবেদন করতে পারবেন বিনা কোন সমস্যা ছাড়াই।

1010
টাক ফেরতের সময়

অন্য কোন জায়গা থেকে টাকা ধার নিলে সকলকে তাড়াতাড়ি ও কিছু দিনের মধ্যে বেশি সুদ দিয়ে টাকা শোধ করতে হয়। কিন্তু এই পিএম স্বানিধি প্রকল্পে সকলে ১২ মাস পর্যন্ত সময় পাবে

click me!

Recommended Stories