চেন্নাই-এর সেরা ৫ হাসপাতালের তালিকা! কোথায় খরচ কম কোথায় বেশি জেনে নিন চিকিৎসার আগে বিস্তারিত
উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য বিখ্যাত চেন্নাই। দেশ-বিদেশের রোগীরা ভিড় জমান চেন্নাইয়ের নামকরা হাসপাতালগুলিতে। এই ৫ টি হাসপাতালের নাম, বিশেষত্ব এবং যোগাযোগের তথ্য জেনে নিন।
Deblina Dey | Published : Dec 29, 2024 11:57 AM / Updated: Dec 29 2024, 12:25 PM IST
বড়সড় কোনও রোগ হলেই অনেকেই আছেন যারা চেন্নাই যান চিকিৎসা করাতে। উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকার কারণে শুধু দেশের নয় বিদেশ থেকেও বহু মানুষ এসে চেন্না্ইতে চিকিৎসা করান।
রইল চেন্নাইনের সেরা ৫ হাসপাতালের নাম যেখানে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য পরিচিতি পেয়েছে। জেনে নিন চেন্নাই-এর সেরা ৫ হাসপাতাল এবং কোন রোগের চিকিৎসা করানো হয় সেখানে।
১)অ্যাপোলো হাসপাতাল-
চেন্নাই-এর সবচেয়ে সেরা হাসপাতালগুলোর মধ্যে একটি হলো অ্যাপোলো। উন্নত চিকিৎসা, অত্যাধুনিক যন্ত্রপাতিষ এছাড়া বিশ্বমানের সেরা চিকিৎসক মিলবে এই হাসপাতালে। তবে দক্ষিণের হাসপাতালগুলোর মধ্যে সবচেয়ে বেশি খরচ হবে এই হাসপাতালে চিকিৎসা করাতে। কিন্তু চিকিৎসার মানও সেরকম। দ্রুত সুস্থ হতে চাইলে এই হাসপাতাল সেরা।
এই হাসপাতালে যেতে হলে শিয়ালদহ বা হাওড়া থেকে চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন বা চেন্নাই এগমোর স্টেশন থেকে৩ কিমি দূরত্বে এই হাসপাতাল। তবে এয়ারপোর্ট থেকে আবার ১৫ কিমি দূরে এই হাসপাতাল। গুগলে এই হাসপাতালের ঠিকানা ও ফোন নম্বর সব পেয়ে যাবেন।
২) শ্রী রমাচন্দ্র মেডিকেল সেন্টার-
অ্যাপোলোর পরে দক্ষিণের আরেক নাম করা হাসপাতাল হল রমাচন্দ্র মেডিকেল। এখানে চিকিৎসা করানো মানে সস্তায় পুষ্টিকর। কম টাকায় চিকিৎসা করাতে হলে এই হাসপাতাল সেরা।
তবে এই হাসপাতালে চিকিৎসা ভালো হলেও সময় লাগে ভেলোরের তুলনায় কম। চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে ১৭ কিমি দূরে এই হাসপাতাল অবস্থিত।
৩) ভেলোর সি. এম. সি. হাসপাতাল-
কম খরচে উন্নত মানের চিকিৎসা করাতে হলে ভেলোর নামটাই সবার আগে মাথায় আসে। দক্ষিণে এই হাসপাতাল সবথেকে বেশি জনপ্রিয়। এছারা এই হাসপাতাল দেশের প্রখম শ্রেণীর হাসপাতালগুলোর মধ্যে একটি। শুধুমাত্র এই একটি হাসাপাতালের উপর নির্ভর করে হাসপাতাল চত্ত্বরে গড়ে উঠেছে একাধিক লজ ও খাবার দোকান।
এখানে ভাড়াও অন্যান্য জাগার তুলনায় কম। এই হাসপাতালে চিকিৎসা করতে একটু বেশি সময় লাগে। কারণ এখানে সবথেকে বেশি রোগী আসেন চিকিৎসা করাতে। এই হাসপাতাল খ্রিস্টান মিশনারী পরিচালিত হাসপাতাল। এই হাসপাতাল যেতে হলে কাটপাটি স্টেশনে নেমে সেখান থেকে বহু গাড়ি পাওয়া যাবে।
৪) নারায়ণী হাসপাতাল-
দক্ষিণে এই হাসপাতাল এমন এক জায়গা যেখানে কম খরচে দ্রুত চিকিৎসা উন্নতমানের চিকিৎসা পাবেন। ভেলোর হাসপাতল থেকে এই হাসপাতাল মাত্র ৮ কিমি দূরে অবস্থিত। এই হাসপাতালে আসতে হলেও কাটপাটি স্টেশনে নেমে সেখান থেকে গাড়ি নিয়ে এখানে আসতে হবে।
৫) মনিপাল হাসপাতাল-
চেন্নাই এর সেরা ৫ তালিকায় থাকা আরও একটি হাসপাতালের নাম হল মনিপাল হাসপাতাল। এখানে ৬০০ টি বেড আছে। এর সংখ্যা দ্রুত আরও বাড়ানোর পরিকল্পনা করছে কতৃপক্ষ।এই হাসপাতালে চিকিৎসারখরচ অনেকটাই কম।
খরচ কম হওয়া সত্ত্বেও এই হাসপাতালের প্রতিটি ইউনিট সাফল্যের সঙ্গে প্রতিনিয়ত কাজ করে চলেছে। গুগলে এই হাসপাতাল সম্পর্কে আরও বিশদে তথ্য পেয়ে যাবেন, ঠিকানা ও ফোন নম্বর-সহ।