৩) ভেলোর সি. এম. সি. হাসপাতাল-
কম খরচে উন্নত মানের চিকিৎসা করাতে হলে ভেলোর নামটাই সবার আগে মাথায় আসে। দক্ষিণে এই হাসপাতাল সবথেকে বেশি জনপ্রিয়। এছারা এই হাসপাতাল দেশের প্রখম শ্রেণীর হাসপাতালগুলোর মধ্যে একটি। শুধুমাত্র এই একটি হাসাপাতালের উপর নির্ভর করে হাসপাতাল চত্ত্বরে গড়ে উঠেছে একাধিক লজ ও খাবার দোকান।