১ জানুয়ারি থেকে বদলে যাচ্ছে রেশন ব্যবস্থায় এই গুরুত্বপূর্ণ নিয়ম! না জানলে চরম মিস করবেন

১ জানুয়ারি, ২০২৫ থেকে রেশন ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে। এই বিষয়ে কেন্দ্রীয় সরকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানিয়েছেন।

deblina dey | Published : Dec 28, 2024 3:17 AM IST / Updated: Dec 28 2024, 09:27 AM IST
111

নতুন বছরের প্রথম দিন থেকে বদলে যাচ্ছে রেশন ব্যবস্থার গুরুত্বপূর্ণ এই নিয়ম। ১ জানুয়ারি থেকে রেশন বন্টন ব্যবস্থায় আসতে চলেছে বিপুল পরিবর্তন।

211

এই বিষয়ে কেন্দ্রীয় সরকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানিয়েছেন। 

311

বিশেষভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার এই বিশেষ রেশন ব্যবস্থার নিয়মের কথা উল্লেখ করেছেন।

411

এই বিশেষ নিয়মের মধ্যে উল্লেখযোগ্য হল ১ জানুয়ারি থেকে শুধু রেশন দেওয়া হবে না সামগ্রীয় সঙ্গে দেওয়া হবে অতিরিক্ত ১০০০ টাকার আর্থিক সহায়তাও।

511

দেশের প্রায় ৮০ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা সুনিষ্চিত করতে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন এই বিশেষ নিয়ম চালু করতে চলেছেন ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে।

611

কারা পাবেন এই আর্থিক সুবিধা-

যেই রেশন গ্রাহকদের কাছে উপযুক্ত রেশন কার্ড আছে তারা ২০২৫ থেকে ২০২৮ পর্যন্ত এই আর্থিক সুবিধা পাবেন। 

711

যাদের রেশন কার্ডে কেওয়াইসি করা তারা পাবেন এই আর্থিক সুবিধা। 

811

যাদের কেওয়াইসি করা নেই তারা এই সুবিধা নিতে পারবেন না। 

911

উল্টে যারা কেওয়াইসি করবেন না তাদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে।

1011

আয়ের সীমা-

যে সব রেশন গ্রাহকদের আয় শহরাঞ্চলে বার্ষিক ৩ লক্ষ টাকা, গ্রামীণ এলাকা বার্ষিক ২ লক্ষ টাকা আয়।

1111

১০০ স্কোয়ারফুটের ঘর বা বাড়ি এছাড়া চার চাকার যান থাকলে এই সুবিধার জন্য তারা অযোগ্য।

Share this Photo Gallery
click me!

Latest Videos