ছত্তীশগড়ের বিজাপুরে গুলির লড়াই, ৩১ জন মাওবাদীকে খতম নিরাপত্তারক্ষীদের

Published : Feb 09, 2025, 05:02 PM ISTUpdated : Feb 09, 2025, 05:26 PM IST
ছত্তীশগড়ের বিজাপুরে গুলির লড়াই, ৩১ জন মাওবাদীকে খতম নিরাপত্তারক্ষীদের

সংক্ষিপ্ত

ছত্তীশগড়ে বেশ কিছুদিন ধরেই মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। রবিবার বিজাপুর জেলায় মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেলেন নিরাপত্তারক্ষীরা।

ছত্তীশগড়ের বিজাপুর জেলায় রবিবার সকালে নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় ৩১ জন মাওবাদী নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর দুই জওয়ানেরও মৃত্যু হয়েছে। দুই জওয়ান আহত হয়েছেন। যে দুই জওয়ানের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে একজন ছত্তীশগড় পুলিশের জেলা রিজার্ভ গার্ডের সদস্য ছিলেন। অন্য জওয়ান ছিলেন স্পেশাল টাস্ক ফোর্সের। নিরাপত্তাবাহিনী মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল। এই সময় রবিবার সকালে ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক অঞ্চলে জঙ্গলে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী।

মাওবাদীদের কাছ থেকে বিপুল অস্ত্র উদ্ধার

ছত্তীশগড়ের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ৩১ জন মাওবাদী নিহত হয়েছে। সবারই মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মাওবাদীদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। মাওবাদীদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, যে দুই জওয়ান জখন হয়েছিলেন, তাঁরা এখন বিপদমুক্ত। তাঁদের উন্নত চিকিৎসার জন্য বড় হাসপাতালে পাঠানো হচ্ছে। সংঘর্ষস্থলে অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হয়েছে। ওই অঞ্চলে তল্লাশি অভিযান চলছে।

বিজাপুরে মাওবাদীদের প্রভাব

বিজাপুর হল ছত্তীশগড়ে বস্তার ডিভিশনের অধীনে মাওবাদী প্রভাবিত জেলা। এই জেলাতেই জানুয়ারি মাসের শুরুতে আইইডি বিস্ফোরণে নিরাপত্তাবাহিনীর আটজন জওয়ান এবং একজন চালক নিহত হন। এরপর এই জেলায় মাওবাদীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়। জানুয়ারির শেষ সপ্তাহে এখানে আটজন নকশাল নিহত হয়েছিল। রবিবারের অভিযানেও বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী।

জওয়ানদের প্রশংসায় ছত্তীশগড়ের মুখ্যমন্ত্রী

ছত্তীশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাই বলেছেন, ‘সারা দেশ জানে যে আমরা যখন থেকে ক্ষমতায় এসেছি তখন থেকেই মাওবাদীদের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করে আসছি। এর প্রশংসা সারা দেশেই হচ্ছে। আমাদের জওয়ানদের সাহসকে আমরা সাধুবাদ জানাই। তাঁরা খুব সাহসিকতার সঙ্গে মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংকল্প হল, ৩১শে মার্চ, ২০২৬-এর মধ্যে এই দেশ থেকে মাওবাদী নির্মূল করা। আজ ছত্তীশগড়ে মাওবাদীদের বেশি প্রভাব রয়েছে। আমার পূর্ণ আস্থা আছে যে, আমাদের জওয়ানরা যে সাহসিকতার সাথে লড়াই করছেন তাতে অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্কল্প পূর্ণ হবে।’

মাওবাদী দমন অভিযানে সাফল্য

ছত্তীশগড়ের উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা জানিয়েছেন, 'বিজাপুরের ন্যাশনাল পার্ক অঞ্চলে ৬৫০ জনেরও বেশি জওয়ান বিভিন্ন ক্যাম্প থেকে অভিযান শুরু করেছিলেন। আজ ৩১ জন মাওবাদী নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এরা সবাই ছিল ইউনিফর্ম পরিহিত। একে ৪৭, ইনসাস, বিজিএল লঞ্চারের মতো অস্ত্র প্রচুর পরিমাণে উদ্ধার করা হয়েছে। এই পুরো অভিযানে আমাদের দুই জওয়ানের প্রাণ হারানোর খবর পাওয়া গিয়েছে। দুই জওয়ান আহত হয়েছেন। তাঁদের বিমানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের এটিই সবচেয়ে বড় অভিযান। এটি সেই স্থানে যেখানে মাওবাদীদের আস্তানা বলা হত।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

দণ্ডকারণ্যের দোর্দণ্ডপ্রতাপ মাওবাদী নেত্রী, কিষেণজির ভাইয়ের স্ত্রীর আত্মসমর্পণ

মাওবাদী-নিরাপত্তা বাহিনীর মধ্যে এনকাউন্টারে বিরাট ক্ষতি, গুলিবিদ্ধ একাধিক শিশু, প্রশ্নের মুখে নিরাপত্তা

নারায়ণপুরে ভয়াবহ মাওবাদী হামলায় শহিদ জওয়ান, এলাকা ঘিরে জোরদার তল্লাশি অভিযান

PREV
click me!

Recommended Stories

যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল
৭ রাজ্যে SIR প্রক্রিয়ার মেয়াদ বৃদ্ধি , কেন উত্তরপ্রদেশ বেশি সময় পেল আর বাংলা পেলই না