ভারত-পাকিস্তান সংঘাতে লাভবান চিন? যুদ্ধে না জড়িয়ে এভাবেই ফয়দা তুলেছিল বেজিং

Published : Nov 22, 2025, 03:13 PM IST

মে মাসে সংঘাতে জড়িয়ে পড়েছিল ভারত-পাকিস্তান। দুই দেশের মধ্যে টানা  যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল।  সংঘাতে চিন ছিল তৃতীয়পক্ষ। ভারত-পাকিস্তান সংঘাতে সরাসরি জড়ায়নি।  সংঘাত থেকে রীতিমত লাভবান হয়েছিল শিং জিংপিং-এর চিন। তেমনই দাবি করছে মার্কিন রিপোর্ট 

PREV
16
ভারত-পাকিস্তান সংঘাত

মে মাসে সংঘাতে জড়িয়ে পড়েছিল ভারত আর পাকিস্তান। দুই দেশের মধ্যে টানা ৪ দিন যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। এই সংঘাতে চিন ছিল তৃতীয়পক্ষ। ভারত-পাকিস্তান সংঘাতে সরাসরি জড়ায়নি। কিন্তু এই সংঘাত থেকে রীতিমত লাভবান হয়েছিল শিং জিংপিং-এর চিন। তেমনই দাবি করছে মার্কিন রিপোর্ট। রিপোর্টে আরও বলা হয়েছে কী ভাবে চিন ভারত-পাকিস্তান যুদ্ধ থেকে লাভবান হয়েছিল।

26
ভারত-পাকিস্তানের সংঘাত চিনের পরীক্ষাগার

মে মাসে ভারত-পাকিস্তানের সংঘাত চলেছিল প্রায় ৪ দিন ধরে ভারত অপারেশন সিঁদুর করেছিল। পাল্টা সরব হয়েছিল পাকিস্তান। ভারত-পাকিস্তানের যুদ্ধের ময়দানকে নিজেদের পরীক্ষাগার হিসেবেই দেখেছিল চিন। পরীক্ষা করেছিল একাধিক অস্ত্র।

36
লাইভ গ্রাউন্ড

ভারত - পাকিস্তান সংঘাতকে নিজেদের সামরিক শক্তি পরীক্ষার লাইভ গ্রাউন্ড হিসেবে ব্যবহার করেছিল বেজিং। পরীক্ষা করেছিল একাধিক অস্ত্র। যেগুলি চিন থেকেই কিনেছিল পাকিস্তান। যার মধ্যে রয়েছে এইচকিউ-৯ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, পিএল-১৫ ক্ষেপণাস্ত্র, জে-১০ যুদ্ধবিমান।

46
যুদ্ধে না থেকেও ছিল চিন

চিনের লাল ফৌজ বা রেড আর্মির হাতে রয়েছে বিপুল অস্ত্রের ভাণ্ডার। কিন্তু দীর্ঘ দিন যুদ্ধ করেনি চিন। তাই সেই বিপুল অস্ত্রের ভাণ্ডার সম্প্রতি পরীক্ষা করেছিল ভারত পাকিস্তান সংঘাতের সময়। মার্কিন রিপোর্টে তেমনই বলা হয়েছে। পাশাপাশি যুদ্ধের ছবি কাজে লাগিয়ে চিন তাদের অস্ত্র অন্যত্র বিক্রির ব্যবস্থাও করছে।

56
রাফাল বনাম জে-৩৫ যুদ্ধ বিমান

মার্কিন রিপোর্টে বলা হয়েছে ২০২৫ সালের জুন মাসেই ফরাসি যুদ্ধ বিমান রাফাল নিয়ে ভুয়ো প্রচার চালিয়েছিল চিন। সমাজমাধ্যমে ভুল ভিডিও প্রচার করেছিল। কারণ চিন নিজেদের তৈরি জে-৩৫ পাল্টা হিসেবে ভারতের রাফালকে হেয় করতেই এই পদক্ষেপ করেছিল।

66
ব্যবসায়ী চিন

রিপোর্টে বলা হয়েছে, ২০২৫ সালের জুন মাসেই আরও ৪০টি জে-৩৫ যুদ্ধবিমান, কেজে-৫০০ বিমান এবং কিছু ব্যালিস্টিক মিসাইল কেনার প্রস্তাব পাকিস্তানকে দিয়েছে চিন। অর্থাৎ, নিজেদের অস্ত্রের কার্যক্ষমতার প্রচারেও ভারত-পাক সংঘাতের উদাহরণকে তারা ব্যবহার করেছে সুচারু ভাবে।

Read more Photos on
click me!

Recommended Stories