চিন ফেরত এক ভারতীয়র ধরা পড়ল কোভিড, দ্রুত হোম -আইসলেশানের নির্দেশ তাঁকে

চিন ফিরতি এক ভারতীয়র ধরা পড়লো কোভিড।ওই ভারতীয়র নমুনা বর্তমানে পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য। লোকটিকে এখন তার আগ্রার বাসভবনে আইসোলেট করে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Web Desk - ANB | Published : Dec 25, 2022 7:32 PM IST

চিন ফিরতি এক ভারতীয়র ধরা পড়লো কোভিড। আগ্রার চিফ মেডিক্যাল অফিসার ডাঃ এ কে শ্রীবাস্তবের বয়ানে রবিবার নিশ্চিত হলো বিষয়টি। ওই ভারতীয়র নমুনা বর্তমানে পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য। লোকটিকে এখন তার আগ্রার বাসভবনে আইসোলেট করে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

২৩ শে ডিসেম্বর চীন থেকে ফিরে আসার পর তার কোভিড পরীক্ষার রিপোর্ট পসিটিভ এলে, স্বাস্থ্য বিভাগের কর্মীরা তার সংস্পর্শে যারা এসেছিলো তারা কেউ আক্রান্ত হয়েছেন কিনা সেদিকে অনুসন্ধান শুরু করেন। চিনে ক্রমবর্ধমান কোভিড আক্রান্তের সংখ্যা যে হারে বাড়ছে তা ইতিমধ্যেই অতঙ্কের সৃষ্টি করেছে সারা বিশ্বে। তার মধ্যে ভারতে ফের এমন ঘটনা বেশ ভীত করে দিয়েছে স্বাস্থ্য আধিকারিকদের।

Latest Videos

রবিবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছেন এবং দেশের জনসাধারণকে তাদের সতর্কতা বাড়াতে নির্দেশ দিয়েছেন। হিমাচল প্রদেশে প্রচুর পর্যটকের আগমনের ঘটছে এখন তাই রাজ্য সরকার রবিবার থেকে প্রত্যেক জনগণের মুখে মাস্ক বাধ্যতামূলক করার নির্দেশ জারি করেছে।

কেন্দ্র থেকে নেওয়া হচ্ছে বিশেষ সতর্কতা। যেসমস্ত পর্যটকরা চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং এবং থাইল্যান্ড থেকে আসছেন তাদের আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করে দিয়েছে মোদী সরকার। এখন আন্তর্জাতিক যাত্রীরা আরটি-পিসিআর পরীক্ষা করে তারপরই ঢুকতে পারবেন দেশে।

কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। অক্সিজেন সিলিন্ডার, পিএসএ প্ল্যান্ট, হাসপাতালের বিছানা এবং জীবন-সহায়ক ওষুধ প্রভৃতি স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলো প্রস্তুত রাখার দিকে নজর দিচ্ছে এখন থেকেই।

Share this article
click me!

Latest Videos

ফের আবাস যোজনায় দুর্নীতি, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়
'ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব নেবে শুভেন্দু' হিন্দুদের উপর আক্রমনে গর্জে উঠলেন বিরোধী দলনেতা | Suvendu
'ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্বও তাঁর তাঁর' তমলুকে কালীপুজো উদ্বোধনে এসে বার্তা শুভেন্দুর
Kali Puja 2024 Live: এশিয়ানেট নিউজ বাংলায় সরাসরি কালীপুজো
কালীপুজোর আগের দিন অভয়ার বাড়িতে অগ্নিমিত্রা, দেখুন কী বললেন এই বিজেপি নেত্রী | Agnimitra Paul