'বিষ্ণু' মন্তব্যে বিতর্কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই, সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

Published : Sep 18, 2025, 08:28 AM IST

Chief Justice Controversy: দেবতা বিষ্ণুকে নিয়ে মন্তব্য করে বিতর্কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই। ঠিক কী বলেছেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

PREV
15
বিতর্কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

সনাতনী ভাবাবেগে আঘাত করে বিতর্কে জড়ালেন খোদ দেশের প্রধান বিচারপতি। ভগবান বিষ্ণুকে নিয়ে মন্তব্য করে আলোচনায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই। তার বিরুদ্ধে উঠেছে হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করার মতোন অভিযোগ। 

25
কী বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি?

সম্প্রতি একটি মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভগবান বিষ্ণুকে নিয়ে মন্তব্য করেন। আর তাতেই চটেছেন মামলাকারী সহ আইনজীবীদের একাংশ। জানা গিয়েছে, সুপ্রিম কোর্টে মধ্য প্রদেশের একটি মামলা চলাকালীন বিআর গাভাই বলেন, ‘’এই বিষয়ে যা বলার ঈশ্বরকে গিয়ে বলুন।''

35
গাভাই মন্তব্যে বিতর্ক

সূত্রের খবর, দেশের প্রধান বিচারপতির মুখে এহেন মন্তব্য শুনে ক্ষোভ প্রকাশ করেছেন মামলাকারী  সহ আইনজীবীরা। জানা গিয়েছে, এক ব্যক্তি মধ্যপ্রদেশের খাজুরাহের জাভেরি মন্দিরে ৭ ফুটের একটি বিষ্ণুমূর্তি পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মামলা করেছিলেন। বিষ্ণুমূর্তিটি মোঘল আমলে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয় মামলাকারীর তরফে। 

45
কী দাবি মামলাকারীর

রাকেশ দেশাই নামের ওই মামলাকারীর আরও দাবি, বিষ্ণু মূর্তিটি সংরক্ষণ ও পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মন্দির কর্তৃপক্ষ ও আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার নজরে  বিষয়টি আনা হলেও আদতে লাভের লাভ কিছু হয়নি।  এই ব্যাপারে কোনও সদিচ্ছা দেখায়নি মন্দির কর্তৃপক্ষ। তাই তিনি দ্বারস্থ হয়েছেন সুপ্রিম কোর্টের। 

55
সুপ্রিম মন্তব্য

এদিকে সুপ্রিম কোর্টে করা ওই ব্যক্তির জনস্বার্থ মামলায় আদালতের প্রধান বিচারপতি মামলাটিকে গুরুত্বই দেননি বলে অভিযোগ উঠেছে। উলটে মামলাকারীকে তীব্র ভর্ৎসনা করে মামলা খারিজ করে দেন বিচারপতি। তিনি বলেন, ‘’এটা স্পষ্টই প্রচারের লোভে করা মামলা। বিষয়টি ASI-এর অধীনে পড়ে। তাছাড়া আপনি তো বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। যান গিয়ে বিষ্ণুকেই বলুন, এ ব্যাপারে যদি তিনি কিছু করতে পারেন। যান যান প্রার্থনা করুন।'' 

Read more Photos on
click me!

Recommended Stories