Delhi SIR News: বিহারের পর এবার দিল্লি। ভোটার তালিকার নিবিড় সমীক্ষা নিয়ে এবার রাজধানীতে বড় পদক্ষেপ। নয়া সিদ্ধান্তের কথা ঘোষণা করল নির্বাচন কমিশন। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
এসআইআর বা ভোটার তালিকায় নিবিড় সংশোধন নিয়ে করা একটি মামলায় সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছিল যে, শীর্ষ আদালত যে রায় দেবে তা চূড়ান্ত বলেই ধরা হবে। ফলে গোটা দেশেই যে ভোটার তালিকায় নিবিড় সংশোধন হতে চলেছে তা আগেই স্পষ্ট করেছে আদালত। এবার সেই পথেই হাঁটল নির্বাচন কমিশন। বিহারের পর এবার আরও এক রাজ্যে শুরু হতে চলেছে এসআইআর।।
25
দিল্লিতে এসআইআর
জানা গিয়েছে, রাজধানী দিল্লির ভোটারদের ২০০২ সালের নির্বাচনী তালিকায় নাম রয়েছে কীনা তা খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক। এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্টত জানিয়েছেন যে, ভোটার তালিকায় এই নাম খতিয়ে দেখার পর্ব চলবে ২৬ অক্টোবর পর্যন্ত।
35
কীভাবে করবে এসআইআর
এই বিষয়ে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে একটি বিবৃৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে যে, ২০০২ সালের নির্বাচনী তালিকায় ভোটারদের ও তাদের অভিভাবকদের নাম রয়েছে কীনা সেটা খতিয়ে দেখার। কমিশনের তরফে আরও জানানো হয়েছে যে, কারও নাম থাকলে দ্রুত তার বৈধ নথিও প্রস্তুত করতে হবে। এ
এদিকে বিহারে এসআইআর নিয়ে আগেই একাধিক পদক্ষেপের কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। এমনকি নিবিড় সমীক্ষার প্রামাণ্য নথি হিসেবে ১১টি ডকুমেন্টস দেখানোর কথা বলা হয়েছে। সেখানে আধার কার্ড সংযুক্ত থাকলেও, সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আধার কেবলমাত্র পরিচয়পত্র। এটা কখনই নাগরিকত্বের প্রমাণ হতে পারে না।
55
কী বলছে সুপ্রিম কোর্ট
গত ১৫ সেপ্টেম্বর একটি মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে যে, বিহারে চলছে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা বা এসআইআর। আর তাতে কোনও কারচুপি বা বেআইনি কারবার ধরা পড়লে বাতিল করে দেওয়া হবে গোটা পদ্ধতিটাই। সোমবার এই কথা স্পষ্ট করে জানাল দেশের শীর্ষ আদালত। সেই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় সারা দেশের জন্যই কার্যকর হবে।