ওয়ার্ডরোব ম্যালফাংশন-এর সাম্প্রতিকতম স্বীকার স্বয়ং প্রধান বিচারপতি, ভাইরাল হল ভিডিও

Published : Dec 24, 2020, 05:54 PM IST
ওয়ার্ডরোব ম্যালফাংশন-এর সাম্প্রতিকতম স্বীকার স্বয়ং প্রধান বিচারপতি, ভাইরাল হল ভিডিও

সংক্ষিপ্ত

ওয়ার্ডরোব ম্যালফাংশনের শিকার হলেন ভারতের প্রধান বিচারপতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও ঘটানটি ঘটেছে বুধবার এক অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন বিচারপতি বোবদে  

প্রধান বিচারপতি হিসাবে একেবারে প্রথমদিন থেকেই ব্যতিক্রমী শরদ অরবিন্দ বোবদে। স্বল্প মেয়াদের মধ্যেই কখনও বুলেট বাইকে চড়তে দেখা গিয়েছে তাঁকে, আবার বিভিন্ন মামলার রায় দানে তাঁর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। এবার এক বিরল মুহূর্তে ধরা পড়লেন তিনি। প্রকাশ্যেই পড়তে হল চরম অস্বস্তিতে।  

বৃহস্পতিবার সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রধান বিচারপতি এসএ বোবদে-র একটি ভিডিও ক্লিপ। ৩০ সেকেন্ডের সেই ভিডিও ক্লিপটি বুধবারের। এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধান বিচারপতি। সেই সময় আচমকাই তাঁর পরণের প্যান্টটি নেমে যায়। বক্তৃতা দিতে দিতেই প্যান্ট সামলাতে কিছুটা নিচু হন বিচারপতি বোবদে। তারপর টেনে তুলে ঠিকঠাক করে নেন।

নিঃসন্দেহে প্রধান বিচারপতির মতো একজন বড় মাপের মানুষের পক্ষে পরিস্থিতিটি অত্য়ন্ত অস্বস্তিকর। তবে, বিচারপতি বোবদে কিন্তু এক মুহূর্তের জন্যও অস্বস্তি প্রকাশ করেননি। দারুণ দক্ষতায় ওই অবস্থাতেই তাঁর বক্তৃতা চালিয়ে যান।

 

PREV
click me!

Recommended Stories

অপারেশন সিঁদুরের সময় মাত্র ২২ মিনিটেই কুপোকাত পাকিস্তান! সিদ্ধান্ত নিতে পারছিল না: সেনাপ্রধান
এবার গাড়ি কথা বলবে! পথ দুর্ঘটনা প্রতিরোধে নতুন পন্থা কেন্দ্রীয় সরকারের