বাঁদরের বাঁদরামি! ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিল দশম শ্রেণির ছাত্রীকে

ঘটনা ঘটেছে বিহারের সিওয়ান জেলার ভগবানপুরের মঘার গ্রাম। মঘার গ্রামের বাসিন্দা দশম শ্রেণির পড়ুয়া প্রিয়া কুমার।

 

মর্মান্তিক ঘটনা। দশম শ্রেণির (Class 10) এক ছাত্রীকে (Girl Student) একটি বাঁদর (Monkey)এমন ঠেলা মারল যে ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হল পড়ুয়ার। যদিও দ্রুত ছাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকরা মৃত বলে জানিয়ে দিয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারের মধ্যে। গোটা ঘটনায় রীতিমত স্তম্ভিত ছাত্রীর গ্রামও।

মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বিহারের সিওয়ান জেলার ভগবানপুরের মঘার গ্রাম। মঘার গ্রামের বাসিন্দা দশম শ্রেণির পড়ুয়া প্রিয়া কুমার। গ্রামের স্কুলেই পড়াশুনা করে। এই বছরই মাধ্যমিক পরীক্ষা দেওয়া কথা ছিল। তাই স্নান সেরে শীতের দুপুরে ছাদে রোদে বসে পড়াশুনা করছিল ছাত্রী। কিন্তু এমন ঘটনা যে ঘটতে পারে তা ভাবতেই পারেনি পড়ুয়া আর তার পরিবার।

Latest Videos

অবসরের সঙ্গে সঙ্গেই এককালীন ৫ লক্ষ টাকা দেবে রাজ্য সরকার, অর্থ দফতরের বিজ্ঞপ্তি জারি

ছাত্রী যখন ছাদে রোদ পোহাচ্ছিল , তখনই সেখানে চলে আসে এক পাল বাঁদর। বাঁদর দেখে রীতিমত পেয়ে যায় পড়ুয়া। দ্রুত সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সিঁড়ির কাছেও যেতে পারেনি। বাঁদরের দলও ছাত্রীকে আক্রমণ করে। ছাত্রী প্রাণভয় চিৎকার করতে থাকে। এই অবস্থায় স্থানীয়রা জড়ো হয়ে যায়। তারাও বাঁদরের দলকে তাড়াতে হল্লা শুরু করে দেয়। এই অবস্থায় বাঁদরের দলের তাড়া খেয়ে কিশোরী ছাদের কিনারায় চলে আছে। সেই সময়ই একটি বাঁদর তাকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায় ছাত্রী। স্থানীয়রা জানিয়েছে ছাদ থেকে পড়ে যাওয়ার পরই মাথায় গুরুতর আঘাত পায় কিশোরী। রক্তাক্ত অবস্থায় সিওয়ান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করে।

প্রজাতন্ত্র দিবসে আবারও পোশাকেই নজর কাড়লেন প্রধানমন্ত্রী মোদী, হলুদ পাগড়িতেই কেল্লাফতে

চলতি বছর মোদী সরকার বিক্রি করতে ৩টি বীমা সংস্থা, তালিকায় রয়েছে কোন কোন নাম

স্থানীয়রা জানিয়েছে গত কয়েক দিন ধরেই গ্রামে বাঁদররে উৎপাত বেড়েছে। রীতিমত অস্বস্তিতে পথচলতি মানুষ। বাড়িতেও ঢুকে পড়তে বাঁদরের দল। গোটা পরিস্থিতি জানান হয়েছে পুলিশ। অন্যদিকে ভগবানপুর থানার পুলিশ জানিয়েছে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছেছিলেন। কিন্তু কিশোরীর পরিবার ময়নাতদন্তের সম্মতি দেয়নি। থানায় অভিযোগ এখনও পর্যন্ত দায়ের করেনি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন