সংক্ষিপ্ত

২০২২ সালে নীতি আয়োগ বীমা সংস্থাগুলিকে সংযুক্তিকরণের প্রস্তাব দিয়েছিল। কিন্তু ২০২৫ সাল পর্যন্ত সেটিকে কার্যকর করা হয়নি

 

ছরখানেক আগে কয়েকটি রাষ্ট্রায়াত্ত্ব ব্যাঙ্কগুলির সংযুক্তিকরণ হয়েছিল। ২৭টি ব্যাঙ্ক থেকে কমে গিয়ে বর্তমানে রয়েছে ১২টি ব্যাঙ্ক। সেই পথে হেঁটেই কেন্দ্রের মোদী সরকার (Modi government)বীমা সংস্থাগুলির (insurance companies) সংযুক্তিকরণ করতে পারে, এমনটা শোনা যাচ্ছিল। কিন্তু মোদী সরকার আর সেই পথে হাঁটেনি। পরিবর্তে বীমা সংস্থাগুলি বিক্রি করার পরিকল্পনা করছে- এমনটাই শোনা যাচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কোনও কিছু ঘোষণা করা হয়নি। নর্থব্লক সূত্রের খবর বীমা সংস্থাগুলিকে নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে প্রাথমিকভাবে একটি খসড়া তৈরি করা হয়েছে। যা নিয়ে দফায় দফায় আলোচনা চলছে।

বিক্রির পথে কোনও কোন বীমা সংস্থা?

২০২২ সালে নীতি আয়োগ বীমা সংস্থাগুলিকে সংযুক্তিকরণের প্রস্তাব দিয়েছিল। কিন্তু ২০২৫ সাল পর্যন্ত সেটিকে কার্যকর করা হয়নি। তবে চলতি আর্থিক বছরে বীমা সংস্থাগুলিকে নিয়ে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও সূত্রের খবর। সংযুক্তিকরণের পরিবর্তে বিক্রি করে দেওয়া হতে পারে বীমা সংস্থাগুলিকে। বাজেটেও তার উল্লেখ থাকতে পারে বলে সূত্রের খবর। বিক্রি করা হতে পারে, ন্যাশানাল ইন্সুরেন্স, ওরিয়েন্টাল ইন্সুরেন্স ও ইউনাইটেড ইন্ডিয়া ইন্সুরেন্স (National Insurance, Oriental Insurance and United India Insurance)- এই তিনটি সংস্থাকে। তবে একই সঙ্গে তিনটি সংস্থাকে বিক্রি করা হবে না। পরিবর্তে একটি একটি করে বিক্রি করা হতে পারে।

ফেব্রুয়ারিতেই লক্ষ্মীর ভাণ্ডার আর ডিএ নিয়ে বড় ঘোষণা! বাজেটে প্রত্যাশার সুর চড়ছে

কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, একই সঙ্গে তিনটি বীমা সংস্থাকে বিক্রি করা যাবে না। প্রথমে একটি বীমা সংস্থা বিক্রি করা হবে। সেটির প্রতিক্রিয়া দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই তিনটি বীমা সংস্থা বাদেও আরও একটি সংস্থা নিয়ে আলোচনা হচ্ছে। সেটি হল নিউ ইন্ডিয়া ইন্সুরেন্স। কিন্তু এটির আর্থিক অবস্থা বাকিগুলির থেকে অনেকটাই ভাল। তাই এই সংস্থা আপাতত নিজেদের কাছেই রাখতে চাইছে মোদী সরকার।

মধ্যবিত্তদেরর করের বোঝা কমবে, বাজেট ২০২৫-এ বড় ঘোষণা করতে পারেন নির্মলা

একটি বীমা সংস্থার আর্থিক পরিস্থিতি নির্ভর করে সংস্থার সলভেন্সি রেশিও-র ওপর। একটি সংস্থার সলভেন্সি রেসিও যদি ১.৫ হয় তাহলে ভাল। কিন্তু তার কম হলেই মুশকিল। নিউ ইন্ডিয়ার সলভেন্সি রেশিও ১.৮১। কিন্তু বাকি তিনটি বীমা সংস্থার রেশিও ১-এর নিচে। তাই তিনটি বীমা সংস্থা আর সরকার নিজের হাতে না রেখে বিক্রি করে দিতে চায়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।