Viral Video: অফিসে ঢুকে গেলে আর বের হতে পারবেন না কর্মচারীরা, কোডিং নিনজাস-এর গেটে তালা লাগালেন দ্বাররক্ষী

Published : Jun 06, 2023, 01:11 PM IST
coding ninjas news senior executive gets gate locked

সংক্ষিপ্ত

‘কর্মচারীদের সাথে ক্রীতদাসের থেকে খারাপ আচরণ!’, ভাইরাল হওয়া ভিডিও দেখে কোডিং নিনজাস কোম্পানির বিরুদ্ধে গর্জে উঠলেন নেটিজেনরা। 

কর্মচারীদের প্রতি তথ্য প্রযুক্তি দফতরে মাঝে মাঝে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা এমন একেকটি অদ্ভুত ব্যবহার করা হয়, যেগুলি একেবারে দর্শনীয় হয়ে থেকে যায় সারা পৃথিবীর কাছে। সম্প্রতি কোডিং নিনজাস সংস্থার অফিসের অন্দরে এমন ঘটনা ঘটে গেল, যা ইন্টারনেট মাধ্যমে ছড়িয়ে পড়ায় ছিছিক্কার পড়ে গেছে সারা বিশ্ব জুড়ে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন অফিসের দ্বাররক্ষী অফিসের ভেতর থেকে কাঁচের গেটে চেন জড়িয়ে তালা লাগিয়ে দিচ্ছেন। ওই রক্ষীকে জিজ্ঞেস করা হচ্ছে যে, তিনি কেন এমন কাজ করছেন। সেই প্রশ্নের উত্তরে দ্বাররক্ষী বলছেন যে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ রয়েছে যে, অনুমতি না নিয়ে কোনও কর্মচারী যাতে কোনও ভাবেই অফিস থেকে বাইরে বেরোতে না পারে, সেইজন্য গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। বলা বাহুল্য এই ঘটনা একেবারে খাঁচায় পশুদের বন্দি করার সমান বলে মনে করেছেন সারা বিশ্বের মানুষ।

সংস্থার কর্তৃপক্ষের সহানুভূতির অভাব দেখে তাজ্জব হয়ে গেছেন নেটিজেনরা। কেউ কেউ লিখেছেন, ‘কীভাবে কোনও সংস্থা এইরকম সহানুভূতির সাথে কাজ করতে পারে? কোনও দুর্ঘটনাবশত এই অফিসে আগুন লেগে গেলে কী ঘটতে পারে, সেটা একবার ভাবুন!’ একজন লিখেছেন, ‘এই কারণের জন্যই সংস্থার কর্মীরা চাকরি ছেড়ে দিয়ে স্টার্টআপের সাথে জড়িত হয়ে যায়।’ তৃতীয় ব্যক্তি লিখেছেন, ‘এটা ভয়ানক ঘটনা। আমি আবার অনেক জায়গায় দেখেছি যে, কোন কর্মচারী কতবার ওয়াশরুমে যান, সেটাও অফিসের কর্তা বসে বসে গোনেন। ... ভয়ঙ্কর...। এটা উন্মুক্ত অর্থনীতির একটা অন্ধকার দিক। কর্মচারীদের সাথে ক্রীতদাসের মতো আচরণ করা হয়।’

তবে, এই ভিডিওতে অনলাইনে এত বিপুলভাবে ছড়িয়ে পড়েছে যে, কোডিং নিনজাস কোম্পানির বিরুদ্ধে সারা পৃথিবী জুড়ে ছিছিক্কার শুরু হয়ে গেছে। এর পরেই সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছেন কোম্পানির কর্তৃপক্ষ। টুইটারে বলা হয়েছে, “আমরা স্পষ্ট করতে চাই যে, সম্প্রতি আমাদের একটি অফিসে যে ঘটনা ঘটেছে, তা একজন কর্মচারীর একটি দুঃখজনক পদক্ষেপের কারণে হয়েছিল। এটি অবিলম্বে কয়েক মিনিটের মধ্যে সংশোধন করা হয়েছে এবং ওই কর্মচারী নিজের ভুল স্বীকার করেছেন। অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী।”

 

 

আরও পড়ুন-

Cyclone Biporjoy News: আরব সাগরে বড়সড় ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘনীভূত
‘থোবড়াটা দেখা’, অশ্রাব্য ভাষায় অধস্তন কর্মীদের সঙ্গে ‘মামা’ সম্বোধনে তুইতোকারি করে মিটিং করলেন বেসরকারি ব্যাঙ্ক অফিসার
ভয়ঙ্কর ড্রাগের নেশায় ডুবে যাচ্ছে কাশ্মীর, ভূস্বর্গের ভয়ঙ্কর পরিণতির জন্য দায়ী পাকিস্তান?

PREV
click me!

Recommended Stories

৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo
IndiGo বিমান পরিষেবা বিভ্রাট নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, কী বলল শীর্ষ আদালত