
Tamilnadu Gang Rape case: পুলিশ প্রশাসনের ভয়কে যেন থোড়াই কেয়ার। মহিলাদের শারীরিক হেনস্থা। গণধর্ষণের মতো ঘটনা যেন দিন দিন ট্রেন্ডে পরিণত হচ্ছে! উঠে আসছে এমনটাই অভিযোগ। কারণ, ফের ঘটল আরও একটি গণধর্ষণের মতো পৈশাচিক ঘটনা। বন্ধুর সামনেই তরুণীকে টেনে হেঁচড়ে গাড়ি থেকে নামিয়ে এক এমবিএ পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তামিলনাড়ুতে। চার দুস্কৃতীর বিরুদ্ধে বান্ধবীকে গণধর্ষণের অভিযোগ তুলে থানায় মামলা দায়ের করেছেন নির্যাতিতা তরুণীর বন্ধু। এদিকে বিষয়টি চাউর হতেই তামিলনাড়র শাসক শিবির তথা এম.কে স্ট্যালিন সরকারকে তুলোধনা করতে ছাড়েনি বিজেপি। গেরুয়া শিবিরের ক্ষোভের মুখে ডিএমকে সরকার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার তামিলনাড়ুর কোয়েম্বাটুর বিমানবন্দরের কাছে গাড়িতেই বন্ধুর সঙ্গে গল্প করছিলেন এক এমবিএ পড়ুয়া। অভিযোগ, সেই সময় হঠাৎ করে গাড়ির সামনে বাইকে করে আসে চারজন দুস্কৃতী। তারা ওই তরুণীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়। মেয়েটির বন্ধু বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এরপর রাত সাড়ে এগারোটা নাগাদ , দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি বেসরকারি কলেজের কাছে একটি নির্জন স্থানে তরুণীকে নিয়ে যায় এবং সেখানে তাঁকে গণধর্ষণ করে বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, নৃশংস অত্যাচারের পর তরুণীকে বিবস্ত্র অবস্থায় সেখানেই ফেলে রেখে চলে যায় দুষ্কৃতীরা। তরুণীর আহত বন্ধু পুলিশকে খবর দিলে শুরু হয় তল্লাশি অভিযান। তার পরেই অচৈতন্য অবস্থায় তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা ছাত্রী। এদিকে ঘটনার পর অভিযুক্তদের খুঁজে পেতে তল্লাশি অভিযানে নেমেছে পুলিশের সাতটি টিম। সেই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ।
অন্যদিকে, ঘটনার পর থেকেই তামিলনাড়ু জুড়ে শুরু হয়েছে রাজনৈটিত তরজা। মহিলাদের নিরাপত্তা নিয়ে বিরোধীদের সমালোচনায় বিদ্ধ ডিএমকে সরকার। এই বিষয়ে তামিলনাড়ুর এক বিজেপি নেতা আন্নামালাই বলেন, ''DMK সরকার ক্ষমতায় আসার পর থেকেই তামিলনাড়ুতে এই ধরনের অপরাধের ঘটনা বেড়েই চলেছে। সমাজবিরোধীরা ভয় পান না আইন-পুলিশ প্রশাসনের। যদিও গেরুয়া শিবিরের এই অভিযোগ উড়িয়ে ডিএমকে মুখপাত্র ডঃ সৈয়দ হাফিজুল্লাহ বলেন যে, ''কোয়েম্বাটুরে যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। তামিলনাড়ু অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। অপরাধীদের শাস্তি দিতে আইন তার নিজস্ব পথ অনুসরণ করবে।''
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।