S-400 vs JF-17: এস-৪০০, ব্রহ্মোসের ক্ষতি করতে পারেনি জেএফ-১৭, পাক মিথ্যাচার ফাঁস ভারতের

Published : May 10, 2025, 07:43 PM ISTUpdated : May 10, 2025, 08:41 PM IST
Colonel Sofiya Qureshi and Wing Commander Vyomika Singh

সংক্ষিপ্ত

Colonel Sofiya Qureshi: 'অপারেশন সিঁদুর'-এর (Operation Sindoor) পর ভারতের সামরিকবাহিনীর অন্যতম মুখ হয়ে উঠেছেন কর্নেল সোফিয়া কুরেশি (Colonel Sofiya Qureshi)। তাঁকে সামনে রেখে পাকিস্তানকে আক্রমণ করছে ভারত।

Colonel Sofiya Qureshi: শনিবার বিকেল থেকে ভারত-পাকিস্তানের সংঘর্ষবিরতি (India-Pakistan Ceasefire) জারি হলেও, পাকিস্তানের মিথ্যাচারের জবাব দিতে ছাড়ছে না ভারত। এদিন যুদ্ধবিরতি ঘোষণার পর প্রতিরক্ষা মন্ত্রকের (Defence Ministry) সাংবাদিক বৈঠকে পাকিস্তানের মিথ্যাচার ফাঁস করলেন 'অপারেশন সিঁদুর'-খ্যাত (Operation Sindoor) কর্নেল সোফিয়া কুরেশি (Colonel Sofiya Qureshi)। পাকিস্তান দাবি করেছিল, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম (India's air defence system) এস-৪০০-এর (S-400) ক্ষতি করেছে জেএফ-১৭ (JF-17)। তবে সেই দাবি উড়িয়ে দিয়ে ভারত পাল্টা দাবি করেছে, ইসলামাবাদ ভুয়ো তথ্য প্রচার করেছে। এভাবে মিথ্যাচার করে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। সাংবাদিক বৈঠকে কর্নেল সোফিয়া বলেছেন, ‘পাকিস্তান দাবি করেছে যে ওরা জেএফ-১৭-এর মাধ্যমে আমাদের এস-৪০০ ও ব্রহ্মোস মিসাইল বেসের ক্ষতি করেছে। এই দাবি সম্পূর্ণ মিথ্যা।’

পাকিস্তানের ভুয়ো তথ্য প্রচারের জবাব ভারতের

ভারতীয় সেনাবাহিনী এবং সাধারণ মানুষের উপর হামলা চালানো নিয়েও অনেক মিথ্যাচার করেছে পাকিস্তান। শনিবার সাংবাদিক বৈঠকে সেই মিথ্যাচারেরও জবাব দিয়েছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘পাকিস্তান ভুল তথ্য প্রচার করে গিয়েছে যে ওরা সিরসা (Sirsa), জম্মু (Jammu), পাঠানকোট (Pathankot), ভাটিন্ডা (Bhatinda), নালিয়া (Nalia) ও ভূজে (Bhuj) আমাদের বিমানঘাঁটির ক্ষতি করেছে। এই প্রচার সম্পূর্ণ ভুল।’

পাকিস্তানের ভুয়ো প্রচারের জবাব ভারতের

পাকিস্তান দাবি করেছিল, ভারতের অস্ত্রভাণ্ডারের ক্ষতি করেছে। এই মিথ্যাচারও খারিজ করে দিয়ে প্রতিরক্ষামন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘পাকিস্তানের মিথ্যা প্রচার অনুযায়ী, চণ্ডীগড় (Chandigarh) ও ব্যাসে (Vyas) আমাদের অস্ত্রভাণ্ডারের ক্ষতি হয়েছে। এই প্রচার সম্পূর্ণ ভুল।’ পাকিস্তানের পক্ষ থেকে প্রচার চালানো হয়েছিল, ভারতীয় সেনা মসজিদে হামলা চালিয়েছে। এই মিথ্যাচার ফাঁস করে দিয়ে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘পাকিস্তান মিথ্যা অভিযোগ করেছিল যে ভারতীয় সেনা মসজিদের ক্ষতি করেছে। আমি পরিষ্কার জানাতে চাই, ভারত ধর্মনিরপেক্ষ দেশ। আমাদের সেনাবাহিনীতে ভারতের সাংবিধানিক মূল্যবোধের খুব সুন্দর প্রতিফলন রয়েছে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Railways: এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল, জানিয়ে দিল রেল
রজস্বলা নাবালিকাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিতে ব্যর্থ ইন্ডিগো, বাবার কাতর আর্জির ভিডিয়ো ভাইরাল