প্রায় অর্ধেক মাস ছুটি জানুয়ারিতে! রয়েছে টানা ৪-৫ দিনের ছুটিও! কবে খোলা থাকবে স্কুল?

Published : Dec 30, 2025, 11:12 AM IST

স্কুলের ছুটি: ২০২৬ সালের জানুয়ারি মাসে স্কুলের ছাত্রছাত্রীরা অর্ধবার্ষিক পরীক্ষা, পোঙ্গল এবং প্রজাতন্ত্র দিবস উপলক্ষে টানা ছুটি পাবে। মোট ৩১ দিনের মধ্যে প্রায় ১৫ দিন ছুটি থাকায় ছাত্রছাত্রীরা খুবই আনন্দিত।

PREV
17

স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ছুটি মানেই উৎসব। আর যদি টানা ছুটি হয়, তাহলে তো কথাই নেই। যান্ত্রিক জীবনে বিশ্রামই মানসিক শান্তি দেয়। তাই ছাত্রছাত্রী থেকে শুরু করে সরকারি-বেসরকারি কর্মচারীরা ছুটির অপেক্ষায় থাকেন।

27

গ্রীষ্মের ছুটির পর জুনে স্কুল খুললেও সাপ্তাহিক ছুটি ছাড়া অতিরিক্ত ছুটি ছিল না। জুলাইয়ে মহররমের ছুটি থাকলেও তা রবিবারে পড়ায় কোনো লাভ হয়নি। আগস্টে স্বাধীনতা দিবস ও বিনায়ক চতুর্থীর ছুটি কিছুটা স্বস্তি দেয়।

37

সেপ্টেম্বরও ছাত্রছাত্রীদের জন্য খুশির মাস ছিল। ২৭ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ত্রৈমাসিক পরীক্ষার জন্য ৯ দিনের ছুটি পাওয়া যায়। এতে সরস্বতী পূজা, বিজয়াদশমী ও গান্ধী জয়ন্তীর ছুটিও অন্তর্ভুক্ত ছিল।

47

নভেম্বর-ডিসেম্বরে তেমন ছুটি ছিল না। তবে ২৪ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত অর্ধবার্ষিক পরীক্ষার ছুটি ঘোষিত হয়। ২০২৬ সালের জানুয়ারিতে ৪ দিন এই ছুটির অংশ। এরপর ১০ ও ১১ জানুয়ারি সাপ্তাহিক ছুটি রয়েছে।

57

ছুটির লিস্ট বলছে ছুটি শুরু হচ্ছে ১০ই জানুয়ারি শনিবার থেকে।

শনিবার ১০ই জানুয়ারি

রবিবার ১১ই জানুয়ারি

সোমবার ১২ই জানুয়ারি বিবেকানন্দ জয়ন্তী

বুধবার মকর সংক্রান্তি

অর্থাৎ মাঝে মঙ্গলবার একটা ছুটি নিলেই টানা ৫দিনের বিরতি পেয়ে যাবেন সরকারি কর্মীরা।

67

এখানেই শেষ নয়। জানুয়ারির শেষের দিকেও রয়েছে ছুটিই ছুটি।

২৩শে জানুয়ারি শুক্রবার নেতাজী জয়ন্তী ও সরস্বতী পুজো। তবে এখানে একটা ছুটি নষ্ট হয়েছে বলে বেশ কিছুটা খারাপ লাগা রয়েছে। যদি জানুয়ারির শেষে টানা ছুটি মিলবে। এবার দেখে নিন সেই তারিখ গুলি। 

77

২৪ ও ২৫শে জানুয়ারি শনিবার ও রবিবার পড়ায় মিলবে সাপ্তাহিক ছুটি। সেই সঙ্গে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হওয়ায় মোট ৩ দিন ছুটি পাওয়া যাবে। ৩১শে জানুয়ারি শনিবার ছুটি। ফলে জানুয়ারির ৩১ দিনের মধ্যে ১৫ দিন ছুটি থাকায় ছাত্রছাত্রীরা আনন্দিত।

Read more Photos on
click me!

Recommended Stories